পৃথিবীর বাইরে আর কোন গ্রহে জীবনের অস্তিত্ব থাকতে পারে? বা নিদেনপক্ষে জীবনধারনের জন্য উপযুক্ত পরিবেশ রয়েছে? এর খোঁজে দীর্ঘদিন ধরেই চলছে বিজ্ঞানীদের পরীক্ষা নিরীক্ষা। ভারত থেকে শুরু করে আমেরিকা, চিন, জাপান প্রায় সবকটি দেশের বিজ্ঞানীরাই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পৃথিবীর বিকল্প গ্রহের সন্ধান করতে করতে শেষ পর্যন্ত অবশ্য একটি গ্রহের সন্ধান পেয়েছেন জ্যোর্তিবিজ্ঞানীরা। সেটির নাম হল Exoplanet। সৌরজগতের বাইরেই খোঁজ মিলেছে এই Exoplanet-এর । অবশ্য এই নতুন গ্রহের আরেকটি পোশাকি নাম রয়েছে K2-18b.আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র জেমসওয়েব টেলিস্কোপ K2-18b নামের ওই গ্রহে কার্বণ সম্বলিত অণুর খোঁজ পেয়েছে।