কোভিড ভ্যাকসিন তৈরির পথ দেখিয়েছিলেন প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা ক্যাটালিন এবং উইসম্যান। এবার তাঁরা এই অসাধ্য সাধন করার জন্য পেলেন নোবেল পুরস্কার। এই ক্যাটালিন এবং উইসম্যান সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিই। কীভাবে তাঁরা সাফল্য পেলেন, কীভাবে তাঁদের আলাপ হল এই সব। শহরটার নাম হাঙ্গেরি। সেখানে জন্ম হয় ক্যাটালিন কারিকোর। আর উইসম্যানের সঙ্গে তাঁর আলাপ হয় পেনসিলভেনিয়ায়। চিকিৎসা বিজ্ঞান ও ফিজিওলজি বিভাগে যুগ্মভাবে তাঁরা দুজন নোবেল পেয়েছেন। কোভিড ভ্যাকসিন তৈরির কারিগর তাঁরা। তাই এই সম্মান তাঁরা পেয়েছেন। MRNA কীভাবে আমাদের শরীরে কাজ করে, তা নিয়ে তাঁরা মৌলিক গবেষণা করেছেন। সোমবার 2 সেপ্টেম্বর তাঁদের নাম ঘোষণা হতেই রীতিমতো হইচই পড়ে যায়। কীভাবে তাঁরা এই সাফল্য পেলেন?