অনেক যুগ আগে বিনিময় প্রথা ছিল। এখন তা অতীত। কিন্তু যদি বলি বর্তমান। কি অবাক হচ্ছেন তো? এবার পিঁয়াজ দিলেন পেয়ে যাবেন সাবান, শ্যাম্পু, বিস্কুট, চিপস্। এমনই অবাক করা কাণ্ড ঘটেছে ফিনিপিন্সের রাজধানী ম্যানিলার একটি সুপার শপে। ফিনিপিন্সে পিঁয়াজের আকাশ ছোঁয়া দাম। সেখানে শনিবার আয়োজিত হয়েছিল ‘অনিয়ন ফেস্ট’-এর। সেখানেই বিনিময়ের মাধ্যম করা হয়েছিল পিঁয়াজকে। আর এই সুযোগে পেঁয়াজের বিনিময়ে ওই সুপার শপে দেদারে বিক্রি হল সাবান, শ্যাম্পু, বিস্কুট, চিপস্। একটি পেঁয়াজের বিনিময় মূল্য ধরা হয়েছিল ৮৮ ফিলিপাইন পেসো। সেই দামের মধ্যে যা ইচ্ছে কেনা যাবে যা খুশি।
ফিলিপিন্সের মুদ্রার নাম ফিলিপাইন পেসো। ইদানীং পেঁয়াজের দাম সাংঘাতিক বেড়ে গিয়েছে সে দেশে। অবস্থা এমনই যে মাছ, মাংসের চেয়েও বেশি দাম পেঁয়াজের। ফিলিপিন্সে বর্তমানে এক কেজি পেঁয়াজের দাম সে দেশের মুদ্রায় ৬০০ পেসো। এই অবস্থাকে মাথায় রেখে রাজধানীর একটি সুপার শপ আয়োজন করে অনিয়ন ফেস্টের। সেখানে একটি ক্রেতারা পেঁয়াজের বিনিময়ে পেয়ে যাচ্ছেন মন মতো সামগ্রী। এমন ঘোষণা শুনে সুপার শপে লম্বা লাইন। তবে নিয়ম ছিল, একজন সর্বাধিক তিনটি পেঁয়াজ খরচ করতে পারবেন। যাতে আবার কেউ ঘুরে না ফিরে আসেন, সে জন্য ক্রেতাদের হাতে ছাপ দিয়ে দেওয়ার ব্যবস্থা ছিল। পেঁয়াজ দিয়ে কেউ কিনলেন ঘরের জন্য প্রয়োজনীয় সাবান, শ্যাম্পু, বিস্কুট, কেক। ছোটরা লাইন দিয়ে কিনল চিপস্, চানাচুর, ডালমুট, ওয়েফার রোল, কুকিজ আর লজেন্স, চকোলেট। ক্রেতাদের দেওয়া পেঁয়াজ সোজা চলে যায় একটি দাতব্য প্রতিষ্ঠানের গুদামে। গরিব ও প্রান্তিক মানুষদের মধ্যে তা বিলি করা হবে।