তুরস্কে ভূমিকম্পে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছে ২৮ হাজার। ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য ভারতীয় সেনাবাহিনী একটি ফিল্ড হাসপাতাল তৈরি করেছে। হাতায়ে একটি স্কুল ভবনে ভারতীয় সেনাবাহিনীর হাসপাতাল তৈরি করেছে । 'অপারেশন দোস্ত'-এর অংশ হিসেবে এই ৬০ পারা ফিল্ড হাসপাতালের কাজ শুরু করেছে। শনিবার পর্যন্ত ৩৫০ জন রোগী পেয়েছি এবং রবিবার সকাল থেকে ২০০ রোগী পেয়েছি," জানালেন, লেফটেন্যান্ট কর্নেল আদর্শ, সেকেন্ড-ইন-কমান্ড ।