চরম আর্থিক সংকটের মধ্যে ভুগছে পাকিস্তান। এমন অবস্থা যে সাধারণ মানুষ দুমুঠো ভাত, রুটি কিনে খেতে পারছে না। পয়সাই নেই, খাবে কী করে। গোটা দেশ দেউলিয়া হয়ে গেছে। কিছুতেই এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছে না ওই দেশ। এদিকে ইতিমধ্যেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল তথা IMF পাকিস্তানকে ঋণ দিতে অস্বীকার করেছে। এমতাবস্থায়, শেহবাজ সরকার এখন গাধার মাধ্যমে অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা করছে।