পাকিস্তানে যত দিন যাচ্ছে, ততই বাড়ছে অর্থনৈতিক সঙ্কট। আর্থিক সঙ্কট এতোটাই যে আটা, ময়দা, ওষুধ সব কিছু নিয়েই শুধু হাহাকার আর হাহাকার। এইসবের মধ্যে শাহবাজ সরকার ঠিক করেছিল আটা, ময়দা বিলি করবে। সেই মতো ব্যবস্থাও করা হয়। কিন্তু সেখানেই ছন্দপতন। আটা নিতে রীতিমতো কাড়াকাড়ি পড়ে যায় সাধারণের মধ্যে। তখনই হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে দুজনের মৃত্যু হয় বলে সূত্রের খবর। এই ঘটনায় আহত একাধিক। পাকিস্তানের একাধিক শহর থেকে পদপিষ্ট হওয়ার ঘটনা সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন সেখানকার স্থানীয়রা। সরকারের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ। এইসবের মধ্যে চলতি সপ্তাহেই একটি রিপোর্ট সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, শুধু নিত্য প্রয়োজনীয় জিনিস নয়, প্রাণদায়ী ওষুধেরও আকাল দেখা দিয়েছে। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, তার উত্তর হয়তো কারও জানা নেই।