মঙ্গলবার ১৬ জানুয়ারি পাকিস্তানে আঘাত হানে ইরানের মিসাইল। মিসাইল হানায় মৃত্যু হয় দুই শিশু-সহ কয়েকজনের। এই হানাকে নিন্দাজনক আখ্যা দিয়ে পাকিস্তানের দাবি, আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে ইরান। পাল্টা ইরানেও হামলা চালিয়েছে পাকিস্তানের বায়ুসেনা। পাকিস্তানের হামলায় মৃত্যু হয়েছে ইরানের নয় জনের। কিন্তু পাকিস্তানে যেকোনও ধরনের মিসাইল হামলা রুখে দেওয়ার জন্য বন্ধু দেশ চিনের দেওয়া একাধিক রেডার রয়েছে পাকিস্তানের হাতে। এই রেডার গুলির মধ্যে রয়েছে IBIS-150 এবং JY-27A. কিন্তু সেই রেডারগুলি কাজ করেনি। কারণ এই রেডারগুলি অ্যালার্ট করলে কিন্তু ইরানের মিসাইল হামলা সম্পর্কে আগাম খবর পেত পাক সেনা। কিন্তু পাকিস্তানের হাতে থাকা চিনের সেই রেডারগুলি কোনও কারণে কাজ করেনি। যে বিষয়টি মোটেও ভালো চোখে দেখছে মনা পাকিস্তান। কারণ চিনের তৈরি এই অত্যাধুনির রেডারগুলি যদি কাজের সময় কাজ না করে তাহলে আর চিনের রেডার রেখে লাভ কী? প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করেছে। এবার আসুন দেখে নেওয়া যাক, চিনের তৈরি এই রেডারগুলির বিশেষত্ব কী?