ভারতে রামমন্দির নিয়ে যখন দেশে উত্তেজনা তুঙ্গে। ঠিক তখনই পড়শি দেশ পাকিস্তানেও দেখা গেল রামমন্দিরের রেশ। ঠিক কেমন বিষয়টা? আসলে এবার ভারতের রামমন্দির নিয়ে রাষ্ট্রসংঘের দরবারে গেল পাকিস্তান। জম্মু-কাশ্মীর ইস্যুতে বিশেষ সুবিধা করতে পারেনি কাঙাল পাকিস্তান। অযোধ্যায় রামমন্দির নির্মাণ নিয়ে সরাসরি কড়া ভাষায় ভারতের নিন্দা করেছিল পাকিস্তান। এবার রাষ্ট্রসংঘেও রামমন্দির নিয়ে প্রশ্ন তুলল ইসলামাবাদ। এই মন্দির নির্মাণ আঞ্চলিক শান্তি বজায় রাখার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ বলে আন্তর্জাতিক মঞ্চে তোপ দাগল পড়শি দেশ।