চিনের সঙ্গে পাকিস্তানের সখ্যতা নতুন কিছু নয়। অত্যাধুনিক অস্ত্রের জোগান থেকে শুরু করে প্রযুক্তি। সবকিছু দিয়েই ভারতের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানকে বারবার সাহায্য করে এসেছে চিন। এবার আর্থিক ব্যয়ভাবে ধুঁকতে থাকা পাকিস্তান নাকি অর্থ সাহায্যের জন্য বন্ধু দেশ চিনের কাছে হাত পেতেছে। সম্প্রতি চিনের প্রিমিয়ার লি কুইয়াংকে এনিয়ে চিঠি লিখেছেন পাকিস্তানের অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী আনওয়ারুল হক কাকার। একটি সাংবাদমাধ্যমের প্রতিবেন অনুযায়ী সম্প্রতি দুশো কোটি আমেরিকান ডলার সাহায্য চেয়ে বেজিং-এর দ্বারস্থ হয়েছে ইসলামাবাদ।