ইরানি সেনার লক্ষ্য পাকিস্তান। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ইরান পাকিস্তানে এয়ারস্ট্রাইক চালিয়েছে। এরপরই বিনা অনুমতিতে ইরানের এই আকাশসীমা লঙ্ঘনের তীব্র প্রতিবাদ করেছে পাকিস্তান। প্রতিশোধ নেওয়ার কথাও বলেছে পাকিস্তান। তার সঙ্গে পাকিস্তান দাবি করেছে এই হামলার ফলে দুটি বাচ্চার মৃত্যু হয়েছে। এরপরই হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে ইরানের এই পদক্ষেপকে বরদাস্ত করা হবে না। পাশাপাশি বলা হয় “এর ফল ভাল হবে না।”। ইরানি সেনা ক্ষেপণাস্ত্র হামলা করে পাকিস্তানের বালুচিস্তানের জঙ্গি ঘাঁটিতে। ইরান জানাচ্ছে জঙ্গি সংগঠন জইশ আল অদলের ঘাঁটিতে তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।