একদিকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ, অন্যদিকে আমেরিকার নিষেধাজ্ঞা। তবুও উচ্চ আয়ের অর্থনীতি হিসেবে উঠে এল রাশিয়ার নাম। উচ্চ আয়সম্পন্ন দেশ হিসাবে উঠে এসেছে রাশিয়া। এত দিন ওই তালিকায় তারা ছিল উচ্চ-মধ্য আয়সম্পন্ন হিসাবে। সম্প্রতি এক ধাপ উন্নতি হয়েছে পুতিনের। যা দেখে সকলেই অবাক। প্রতিটি দেশের আয় অনুযায়ী তালিকা তৈরি করে বিশ্ব ব্যাঙ্ক। প্রতি বছর 1 জুলাই সেই তালিকা প্রকাশ করা হয়। আগের বছরের মাথাপিছু মোট জাতীয় আয়ের উপর ভিত্তি করে এই তালিকায় উচ্চ আয়ের অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করেছে রাশিয়া।