আমেরিকার বিখ্যাত স্থাপত্য স্ট্যাচু অব লিবার্টিতে হঠাৎই বিদ্যুতের ঝলকানি। আর তারপরই যেন দুলে উঠল আস্ত স্থাপত্যটিই। হঠাৎ কী হল? জানা গিয়েছে নিউইয়র্কে ভূমিকম্পের কিছুক্ষণ আগেই এই ঘটনা ঘটে। কেউ কেউ আবার এই ঘটনা ক্যামেরাবন্দিও করেন। ইতিমধ্যেই স্ট্যাচু অব লিবার্টির আলোর ঝলকানির সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এই ভিডিও দেখে রীতিমতো চমকে উঠেছে নেটিজেনদের একাংশ। অনেকেই আবার ভয় পেয়েছেন এই ভিডিও দেখে। প্রসঙ্গত, শুক্রবার, পাঁচই এপ্রিল আমেরিকার নিউইয়র্কে ৪.৮ মাত্রার ভূমিকম্প হয়। ভূমিকম্পে সেভাবে ক্ষয়ক্ষতি হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।