চলতি বছরের 8 এপ্রিল দিনটা বেশ গুরুত্বপূর্ণ। তার কারণ ওই দিন রয়েছে পূর্ণ চন্দ্রগ্রহণ। এই গ্রহণ আর পাঁচটা গ্রহণের থেকে একেবারেই আলাদা। কারণ গ্রহণের সময় দেখা যাবে অতি জাগতিক একটা ঘটনা। যাকে বলে আকাশে দেখা যাবে একদম বিরল দৃশ্য। এই বিষয়টাকে কেন্দ্র করে জ্যোতির্বিজ্ঞানীরা প্রায় শেষ মুহূর্তের প্রস্তুতি সেড়েই ফেলেছে। 8 এপ্রিল হবে এই বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। যা আর পাঁচটা গ্রহণের থেকে একেবারেই আলাদা। কারণ ঘটবে মহাজাগতিক ঘটনা। যার জন্য হয়তো অধীর আগ্রহে রয়েছেন বিজ্ঞানীরাও। শুধু বিজ্ঞানীরা নন। এই সূর্যগ্রহণ দেখার অপেক্ষা করছেন কোটি কোটি মানুষ।