লোহিত সাগরের বুকে একের পর এক হামলা চালাচ্ছে ইয়েমেনের জঙ্গি সংগঠন হুথি। জাহাজে এভাবে হামলা চালানোর ফলে বিশ্বব্যাপী ব্যাহত হচ্ছে বাণিজ্য। হুথি জঙ্গিদের এই ক্রমাগত হামলায় যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে তা রুখতে এবার বড়সড় পদক্ষেপ করল বেশ কয়েকটি দেশের নৌবাহিনী মিলে একটি বাহিনী গঠন করা হয়েছে। ইতিমধ্যেই বহু শিপিং কোম্পানি ও তেল উৎপাদনকারী সংস্থা এই হামলার জেরে লোহিত সাগর থেকে সরে যাচ্ছে। ফলে আখেরে মার খাচ্ছে বাণিজ্য। প্রসঙ্গত, বাব আল-মান্দাব প্রণালী, লোহিত সাগরের একটি মূল পথ। ইরান সমর্থিত হুথি জঙ্গিরা এই পথে যাতায়াতকারী প্রায় সবকটি পণ্যবাহী জাহাজকেই নিশানা করছে। গাজায় ফিলিস্তিনি জঙ্গিদের উপর ইজরায়েলি সেনার হামলার ঘটনাকে কেন্দ্র করেই এই হামলা চালাচ্ছে হুথি জঙ্গিরা।