বাংলাদেশে গ্রেফতার ইস্কন পুণ্ডরিক ধামের সভাপতি চিন্ময় কৃষ্ণন দাস (চিন্ময় প্রভু)। সেদেশে হাসিনা সরকারের পতনের পর থেকে ক্রমেই সংখ্যালঘু হিন্দুদের উপর দমন-পীড়নের নানা ঘটনা প্রকাশ্যে এসেছে। পাল্টা প্রতিবাদে সামিল হয়েছেন হিন্দুরা। এমনই প্রেক্ষাপটে গ্রেফতার করা হল ইসকন পুণ্ডরিক ধামের সভাপতি চিন্ময় কৃষ্ণন দাস (চিন্ময় প্রভু)-কে। ইসকন মন্দিরের পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকা বিমানবন্দর থেকে ঢাকা পুলিশের গোয়েন্দা শাখার আধিকারিকরা চিন্ময় প্রভুকে গ্রেফতার করেছেন।
শুক্রবার রংপুরে হিন্দুদের এক বিশাল প্রতিবাদ সমাবেশ করা হয়। সেখানে সেদেশের হাজার হাজার সংখ্য়ালঘু হিন্দুরা জড়ো হন। সেখানে বক্তব্য রেখেছিলেন চিন্ময় প্রভু। বক্তব্য রাখার সময়, বাংলাদেশে বিভিন্ন হিন্দু মন্দিরের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। মঞ্চ থেকে তিনি 'হিন্দুদের ঐক্যবদ্ধ' হওয়ার ডাক দেন। আজতক-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, 'চট্টগ্রামে তিনটি মন্দির নিয়ে ঝুঁকি রয়েছে।' তবে হিন্দুদের পাশাপাশি মুসলিমদের একাংশেরও প্রশংসা করেন তিনি। বলেন, 'হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষও এই মন্দিরগুলিকে রক্ষা করেছে।'
আরও পড়ুন: বইমেলাতে তো 'ব্রাত্যই, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালেও বাদ বাংলাদেশ, কেন?
শেখ হাসিনার বিদায়ের পর নিশানায় বাংলাদেশি হিন্দুরা
বাংলাদেশে ছাত্র আন্দোলনের পর শেখ হাসিনার সরকারের পতন হয়। এরপর থেকে সেখানকার সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা বিপন্ন হচ্ছে বলে দাবি করা হচ্ছে। ছাত্র আন্দোলনের সময়ও হিন্দু ও তাঁদের ধর্মীয় স্থানগুলিকে টার্গেট করা হয় বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে। বাংলাদেশের খুলনা, মেহেরপুরে অবস্থিত ইসকনের মন্দিরকেও টার্গেট করা হয়। সেই সময় মুসলমান ছাত্রছাত্রীদের একাংশকে বিভিন্ন মন্দিরের সামনে দাঁড়িয়ে পাহারা দেওয়ার, অর্থাৎ সৌহার্দ্যের ছবিও ভাইরাল হয়।
আরও পড়ুন: Bangladesh: মুক্তিযুদ্ধ ফিকে? চট্টগ্রামে এই প্রথম পাকিস্তানি জাহাজ, ভারত যা বলল
তবে এমনই প্রেক্ষাপটে ইসকন পুণ্ডরিক ধামের সভাপতি চিন্ময় কৃষ্ণন দাস (চিন্ময় প্রভু)-র গ্রেফতারি নিয়ে বিতর্কের ঝড় উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
খবরটি হিন্দিতে পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।