scorecardresearch
 

Attack On Minorities In Bangladesh : 'বাংলাদেশকান্ডে লাভ কাদের?', BJP-কে নিশানা করে প্রশ্ন কুণালের

বাংলাদেশের ঘটনার নেপথ্যে কেন্দ্রের বিজেপি সরকারের হাত থাকতে পারে বলে সোমবার পরোক্ষভাবে অভিযোগ করেছে তৃণমূল। এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, 'বাংলাদেশে যা হয়েছে খুবই খারাপ। কিন্তু এর সুবিধা কারা পাবে?' কুণাল বলেন, 'গতকাল শুভেন্দু অধিকারী বলেছিলেন যে বাংলাদেশে যা হয়েছে তাতে আমাদের ভোট বাড়বে। তাহলে ভেবে দেখুন বাংলাদেশের ঘটনায় কারা উপকৃত হচ্ছে।' 

Advertisement
কুণাল ঘোষ কুণাল ঘোষ
হাইলাইটস
  • বাংলাদেশ ইস্যুতে তৃণমূল-বিজেপি তরজা
  • বিজেপি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন কুণালের
  • দাবি করলেন তদন্তের

বাংলাদেশে সংখ্যালঘুদের (Attack On Minorities In Bangladesh) ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে এরাজ্যে তরজা তৃণমূল (TMC)-বিজেপির (BJP)। দুপক্ষের মধ্যে শুরু রাজনৈতিক লড়াই। বাংলাদেশের ঘটনার নেপথ্যে কেন্দ্রের বিজেপি সরকারের হাত থাকতে পারে বলে সোমবার পরোক্ষভাবে অভিযোগ করেছে তৃণমূল। এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, 'বাংলাদেশে যা হয়েছে খুবই খারাপ। কিন্তু এর সুবিধা কারা পাবে?' কুণাল বলেন, 'গতকাল শুভেন্দু অধিকারী বলেছিলেন যে বাংলাদেশে যা হয়েছে তাতে আমাদের ভোট বাড়বে। তাহলে ভেবে দেখুন বাংলাদেশের ঘটনায় কারা উপকৃত হচ্ছে।' 

কুণাল ঘোষ (Kunal Ghosh) আরও বলেন, 'শুভেন্দু বলেছেন তাঁদের ভোট বাড়বে। এটা বেনিফিশিয়ারি। এর তদন্ত হওয়া প্রয়োজন।' কুণালবাবু প্রশ্ন তোলেন, 'এর নেপথ্যে বিজেপির কোনও ভূমিকা নেই তো?এটার সঠিক তদন্তের প্রয়োজন রয়েছে।'

অন্যদিকে এই ইস্যুতে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে একটি প্রতিনিধি দল এদিন কলকাতায় বাংলাদেশ হাই কমিশনের দফতরে গিয়ে কথা বলে। শুভেন্দু হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি বাংলাদেশে অবস্থার পরিবর্তন না হয় তাহলে তাঁরা পেট্রাপোল সীমান্তে অবস্থান করবেন। তিনি আরও দাবি করেন, বাংলাদেশে ৫০০ মণ্ডপ ও ২০০ মন্দিরে হামলা হয়েছে। এই ঘটনায় এদিন গোটা রাজ্যজুড়েও প্রতিবাদ কর্মসূচি পালন করে বিজেপি। 

 

Advertisement