scorecardresearch
 
Advertisement

Eid 2022 Celebration at Bangladesh : একসঙ্গে ৬ লাখ মানুষের নামাজ, বৃষ্টি নিয়েই খুশির ঈদে মাতলো ঢাকা

Eid 2022 Celebration at Bangladesh : একসঙ্গে ৬ লাখ মানুষের নামাজ, বৃষ্টি নিয়েই খুশির ঈদে মাতলো ঢাকা

করোনার চোখ রাঙানিতে গেল ২ বছর ঈদ ছিল আয়োজনহীন , তবে এবার স্বস্তি ফিরেছে জনজীবনে। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় সারা বাংলাদেশে পবিত্র ঈদ ঊল ফিতরউদযাপিত হচ্ছে। এবার আর কোন বিধি নিষেধ আরোপ করেনি হাসিনা সরকার। ফল স্বরূপ ফিরেছে ঈদের আনন্দ আয়োজন। রাজধানী ঢাকা-সহ সারা দেশে ঈদের জামাত শেষে চেনা-অচেনা সবাই শুভেচ্ছা বিনিময় করেছেন কোলাকুলি করে। সৌভ্রাত্বের চিত্র দেখা মিলেছে ঈদগাহ ময়দানে। ঈদের নামাজ আদায়ের পর পারস্পারিক কোলাকুলি-করমর্দনের ধুম পড়ে যায়। তবে ঈদের দিন সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল ঢাকায়। এরপরই আকাশ ভেঙে আসে বৃষ্টি। ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সকাল থেকে বৃষ্টি এবং মেঘাচ্ছন্ন হয়ে আছে আকাশ। এতে ভ্যাপসা গরম থেকে রক্ষা পেয়েছেন মানুষ। বৃষ্টি মাথায় নিয়ে এবং বৃষ্টিতে ভিজেই শোলাকিয়াসহ দেশের বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় চলে। ঈদ উপলক্ষ্যে রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশের শহর গুলো স্বজ্জিত হয়েছে বর্ণিল সাজে। বিভিন্ন রংয়ের পতাকা দিয়ে সাজানো হয়েছে শহর। এবার সরকারি ছুটি দীর্ঘ থাকায় ঈদের এই আনন্দ চলবে শনিবার পর্যন্ত।

Eid-ul-Fitr 2022 celebration at Bangladesh

Advertisement