scorecardresearch
 
Advertisement

VIDEO: বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার অ্যাঙ্কর, শিশিরের লড়াইটা কেমন ছিল?

VIDEO: বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার অ্যাঙ্কর, শিশিরের লড়াইটা কেমন ছিল?

বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার (Transgender) নারী তাসনুভা আনান শিশির (Tashnuva Anan Shishir)। যিনি ইতিমধ্যে দেশে-বিদেশে সারা ফেলে দিয়েছেন। বাংলাদেশের (Bangladesh) স্বাধীনতার ৫০ বছরে নারী দিবসের দিন তাসনুভাই প্রথম রূপান্তরিত নারী হিসাবে টেলিভিশনে সংবাদ পাঠ (Transgender News Reader) করে চমকে দিয়েছিলেন সকলকে। তবে কোনও এক জায়গায় নিজেকে আবদ্ধ করে রাখেননি এই সাহসিনী। অভিনয় জগত থেকে মডেলিং সব খানেই আজ তাঁর অবাধ বিচরণ। নৃত্যশিল্পী হিসাবেও তৈরি করেছেন নিজস্ব পরিচিতি। প্রতিভাবান তাসনুভা সমাজকর্মী হিসেবেও নজর কেড়েছেন। তবে এই যুদ্ধজয় মোটেও সহজ ছিল না। নিজের জীবনের সেই লড়াই থেকে সকলের কাছে আইডল হয়ে ওঠা, 'আজতক বাংলার' দর্শকদের সঙ্গে এবার শেয়ার করে নিলেন তাসনুভা আনান শিশির।

Advertisement