রিজিওনাল সিনেমা বলে আর কিছু নেই। এখন সিনেমা মানেই ভারতীয়। আঞ্চলিক ভাষায় সিনেমার সংজ্ঞাই বদলে দিয়েছে তামিল, তেলেগু, মালায়লাম ইন্ডাস্ট্রি। আর সেই ধারাই বজায় রাখল 'পুস্পা ২: দ্য রুল'(pushpa 2 the rule)। তামিলে শ্যুট করে হিন্দিতে ডাব, আর তাতেই সমস্ত বলিউড সিনেমাকেও ব্যবসায় হারিয়ে দিলেন আল্লু অর্জুন।
এখনও পর্যন্ত পুস্পা ২ হিন্দিতে যে রেসপন্স পেয়েছে, তা কার্যত রেকর্ড। বৃহস্পতিবার বিহার, গুজরাট, পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশে পুস্পা ২ রিলিজ হয়। পশ্চিমবঙ্গ বাদ দিলে এই পুরো বেল্টেই হিন্দিভাষী দর্শক। তাছাড়া পশ্চিমবঙ্গেও প্যান ইন্ডিয়ার ছবি দেখতে হলে হিন্দিই ভরসা। এমন একটা ক্ষেত্রে হিন্দি সিনেমারই ভাল পারফর্ম করার কথা। কিন্তু তামিল থেকে ডাব করেই বাজার কাঁপিয়ে দিল পুস্পা।
ট্রেড রিপোর্ট থেকে প্রাথমিক হিসাব অনুযায়ী, পুস্পা ২-এর হিন্দি ভার্সান প্রথম দিনই ৬৬ কোটি থেকে ৬৮ কোটি টাকার মতো ব্যবসা করেছে। ফাইনাল হিসাব করলে এটা ৭০ কোটি পর্যন্ত পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে।
রেকর্ড সৃষ্টি
হিন্দিতে এখনও পর্যন্ত সবচেয়ে বড় ওপেনিং কালেকশনের রেকর্ড ছিল গত বছরে মুক্তিপ্রাপ্ত 'জওয়ান'-এর। বহুদিন বাদে শাহরুখ খানের ছবি, ভাল রেসপন্সই স্বাভাবিক। প্রচারও কম হয়নি। ফলে প্রথম দিনেই হিন্দিতে ৬৫.৬ কোটি টাকার ব্যবসা করেছিল এই সিনেমা।
কিন্তু তামিলে সিনেমা করেই সেই রেকর্ড ভেঙে দিলেন আল্লু অর্জুন। হিন্দিতে ডাব হয়ে তাঁর সিনেমা ভেঙে দিল শাহরুখ খানের জওয়ানের রেকর্ডয
এর আগে ২০১৭ সালে প্রভাসের 'বাহুবলী ২' ওপেনিংয়ে সবাইকে চমকে দিয়েছিল। হিন্দিতে ডাব করা সিনেমার নিরিখে তার প্রথম দিনের ব্যবসা সত্যিই তাক লাগানো ছিল। এক দিনেই ৪১ কোটি টাকার ব্যবসা করেছিল বাহুবলী ২। এর পর থেকে পুষ্পা ২-ই প্রথম হিন্দি ডাব করা সিনেমা, যা এত বেশি টাকার ব্যবসা করল।
আপনার এই সিনেমা দেখা হয়ে গিয়েছে? কেমন লাগল, জানান কমেন্টে।