অসুস্থ অমিতাভ বচ্চন। শুক্রবার মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে অভিনেতার অ্যাঞ্জিয়োপ্লাস্টি করা হয় বলে খবর। এদিনই হাসপাতালে ভর্তি হন বিগ বি। যদিও হাসপাতাল বা পরিবারের পক্ষ থেকে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।
বলিউড শাহেনশাহর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ দেখা যায় অনুগামী তথা অন্যান্য তারকাদের মধ্যে। যদিও অভিনেতার শারীরিক অসুস্থতা শুরু থেকেই গোপন রাখা হয়েছিল। শুক্রবার এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডেলে একটি পোস্ট করেন অমিতাভ। তিনি লেখেন, "আমি চিরকৃতজ্ঞ।" কিন্তু কেন তিনি একথা লেখেন তা স্পষ্ট নয়। এরপর থেকেই সকলের মনে কৌতূহল দানা বাঁধে। সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ে নানা জল্পনা। এরপরই বি- টাউন সূত্রের তরফে জানানা যায়, তাঁর অস্ত্রোপচারের কথা।
এবছর এটি অমিতাভের দ্বিতীয় অস্ত্রোপচার। গত বছর হায়দরাবাদে 'কলকি ২৮৯৮ এডি' ছবির শ্যুটিংয়ের সময় কব্জিতে আঘাত পেয়ে অস্ত্রোপচার হয় তাঁর। বুকের পাঁজরের তরুণাস্থি ও ডান পাঁজরের পেশি ছিঁড়ে যায় তাঁর। এরপর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কয়েক মাস বিশ্রামে ছিলেন অভিনেতা। ছবির প্রচারের জন্য সান দিয়েগো কমিক কন-এ তিনি যেতে পারেননি এজন্যেই।
প্রসঙ্গত, অমিতাভ বচ্চন অভিনীত 'কলকি ২৮৯৮ এডি' মুক্তির পাবে শীঘ্রই। চলছে ছবির শেষ মুহূর্তের কাজ। এই ছবিতে প্রভাস, কমল হাসান, দীপিকা পাড়ুকোন এবং দিশা পাটানিও অভিনয় করেছেন। সব ঠিক থাকলে আগামী ৯ মে মুক্তি পাবে এই বহু প্রতীক্ষিত ছবিটি। এছাড়াও, বিগ বি-কে তাকে দেখা যাবে 'সেকশন ৮৪' ছবিতে।