২০১৫ সালে এস এস রাজামৌলি (SS Rajamouli) পরিচালিত 'বাহুবলী: দ্য বিগিনিং' (Bahubali: The Beginning) মুক্তি পাওয়ার পর থেকে সকলের মনে একটাই প্রশ্ন ঘুরছিল 'কাটাপ্পা কেন মারল বাহুবলীকে'? সেই উত্তর নিয়ে ২০১৭ সালে বড় পর্দায় মুক্তি পেয়েছিল 'বাহুবলী ২- দ্য কনক্লুশন' (Bahubali: The Conclusion)। ছবির বিপুল সাফল্যের পর দর্শকদের জন্যে দীপাবলীর আগেই আসছে খুশির খবর। ফের পর্দায় বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে 'বাহুবলী'। তবে এইবার সিনেমাপ্রেমীদের জন্যে থাকছে আরো এক চমক। পুনরায় মুক্তি পেতে চলেছে 'বাহুবলী'-র গোটা সিরিজ। অর্থাৎ 'বাহুবলী ১' ও 'বাহুবলী ২' দুটো ছবিই এইবার বড় পর্দায় দেখতে পাবেন দর্শকেরা।
মুক্তির প্রথম দিনেই 'বাহুবলি ১''-র প্রায় ১১৯ কোটি টাকা ও 'বাহুবলি ২-'র প্রায় ১২১ কোটি টাকা বক্স অফিস কালেকশন হয় ভারতে। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে বাহুবলী সিরিজকে মনে করা হয় সবচেয়ে সফল সিনেমাগুলির মধ্যে একটি। বলা চলে, এই ছবি মুক্তি পাওয়ার পর থেকে দর্শকেরা দীর্ঘদিন ছিলেন বাহুবলীর ঘোরে।
বাহুবলী ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল প্রভাস, রানা দাগ্গুবাতি, অনুষ্কা শেট্টি, তামান্না ভাটিয়া, রম্যা কৃষ্ণন, সত্যরাজ ও আরো অন্যান্য জনপ্রিয় অভিনেতাদের। ছবিটি তেলেগু ভাষায় তৈরি হয়েছিল। তবে পরে করণ জোহার তাঁর প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনস থেকে 'বাহুবলী' হিন্দি ভাষায় মুক্তি পেয়েছিলেন। একাধিক পুরষ্কারের সঙ্গে, 'বাহুবলী' সেরা ছবি হিসাবে জাতীয় পুরস্কার পর্যন্ত পায়।
চলচ্চিত্র ক্রিটিক তরণ আদর্ভ সোশ্যাল মিডিয়াতে এই ছবি পুনরায় মুক্তি পাওয়ার খবরটি দেন।
IN CINEMAS, AGAIN... #SSRajamouli’s much-loved and hugely successful #Baahubali and #Baahubali2 to re-release in *cinemas*... Check poster for details.#Prabhas #RanaDaggubati #AnushkaShetty #Tamannaah pic.twitter.com/oPeL79Alyb
— taran adarsh (@taran_adarsh) November 4, 2020Advertisement
চলচ্চিত্র পরিচালক করণ জোহারও ট্যুইট করে জানান, বাহুবলী সিরিজের পুনরায় মুক্তির কথা।
The magic is set to unravel again! #BaahubaliTheBeginning and #Baahubali2 - The Conclusion, re-releasing soon.#Prabhas @RanaDaggubati @ssrajamouli @apoorvamehta18 @Shobu_ #PrasadDevineni @DharmaMovies @AAFilmsIndia @arkamediaworks @zeemusiccompany @BaahubaliMovie pic.twitter.com/ElfmphLg4T
— Karan Johar (@karanjohar) November 4, 2020
প্রসঙ্গত অন্যান্য বিভিন্ন সেক্টরের মতো অতিমারী চলচ্চিত্র জগতেও প্রভাব ফেলেছে। দীর্ঘ দিন বন্ধ ছিল কোনো ছবির কাজ। এরপর ধীরে ধীরে আনলক পর্বে স্বাভাবিক হতে শুরু করে পরিস্থিতি। নির্দেশিকা জারি করা হয়, নিয়ম মেনে সিনেমা হল, মাল্টিপ্লেক্স খোলার কথা।পুজোর আগে বেশ কয়েকটি বাংলা ছবি মুক্তি পেয়েছে পুনরায়। অন্যদিকে গত ৩ নভেম্বর মহারাষ্ট্রের সিনেমা হলগুলি ৫০ শতাংশ দর্শক নিয়ে এবং নিয়মাবলী মেনে পুনরায় খোলার অনুমতি পেয়েছে। ঠিক সেই সময়ে 'বাহুবলী' সিরিজের মুক্তির ঘোষণা সিনেমাপ্রেমীদের কাছে যেন একটি উপরি পাওনা।
আগামী ৬ নভেম্বর 'বাহুবলী' এবং তার এক সপ্তাহ পরে ১৩ নভেম্বর 'বাহুবলী ২' পুনরায় মুক্তি পাবে।