মায়ানগরীতে প্রতিনিয়তই কিছু না কিছু ঘটতে থাকে। চলতি বছরও, বিনোদন জগতে অনেক ঘটনা ঘটেছিল, যা মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। ২০২৪ প্রায় শেষ হতে চলল। চারিদিকে নতুন বছরের প্রস্তুতি তুঙ্গে। চলতি বছর ভাল -মন্দ মিলে কেটেছে বি-টাউনের। নতুন বছর শুরুর আগে ফিরে দেখা যাক, এবছরের বলিউডের সবচেয়ে বিতর্কিত ঘটনা কোনগুলি।
সলমন খান- লরেন্স গ্যাং ঘটনা
সলমন খানের সময়টা খারাপ যাচ্ছে। বলিউডের ভাইজান, লরেন্স বিষ্ণোই এবং তাঁর দলের কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছেন একাধিকবার। এই সংক্রান্ত বিষয়ে এবছর সলমন শিরোনামে এসেছেন বারবার। এছাড়াও তাঁর বাড়ির বাইরে গুলিও ছুড়েছে দুষ্কৃতীরা। এমনকী একটি গুলি অভিনেতার বাড়ির ভিতরেও পৌঁছেছিল, তবে কেউ ক্ষতিগ্রস্থ হয়নি।
এরপর সলমন খানের বাবা সেলিম খানও লরেন্স গ্যাংয়ের কাছ থেকে হুমকি পান। বোরখা পরা একজন পুরুষ এবং একজন মহিলা তাঁর কাছে এসে হুমকি দেয়, লরেন্সকে ফোন করতে বলে। সম্প্রতি তাঁর বন্ধু ও রাজনীতিবিদ বাবা সিদ্দিকীকে গুলি করে হত্যা করা হয়। এরপর ভাইজানের নিরাপত্তা আরও বাড়ানো হয়। কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় বিষ্ণোই গ্যাং থেকে হুমকি পাচ্ছেন সলমন খান।
কঙ্গনা রানাওয়াতকে চড়
২০২৪ সালের জুন মাসে, অভিনেত্রী- সাংসদ কঙ্গনা রানাওয়াতের সঙ্গে একটি বড় ঘটনা ঘটেছিল। চণ্ডীগড় বিমানবন্দরে মহিলা সিআইএসএফ কনস্টেবল কুলবিন্দর কৌর তাঁকে চড় মেরেছিলেন। কনস্টেবল বলেন যে, কঙ্গনা একবার কৃষকদের আন্দোলনের সময় এমন কিছু বলেছিলেন যার জন্য তাঁর ভাবাবেগে আঘাত লাগে। এই ঘটনার পরে, মহিলা কনস্টেবলকে বরখাস্ত করা হয় এবং তাঁর বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। কঙ্গনার সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনা ইন্ডাস্ট্রিতেও সবাইকে নাড়া দিয়েছিল।
পুনম পান্ডে বিতর্ক
গত বছর ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন একটি ঘটনা ঘটেছিল যা সবাইকে হতবাক করেছিল। সোশ্যাল মিডিয়া সেনসেশন পুনমের মৃত্যুর খবর খুব দ্রুত ভাইরাল হয়। কেউ বিশ্বাস করতে পারেনি যে, পুনম মারা গেছে। তবে এই ঘটনায় নয়া ট্যুইস্ট আসে, যখন পরের দিন হঠাৎ পুনম তাঁর সোশ্যাল পেজে একটি ভিডিও শেয়ার করেন। যেখানে তিনি জরায়ুর ক্যান্সার সম্পর্কে সচেতনতা ছড়াতে এই কাজটি করেছিলেন। এই ঘটনায় খুবই বিরক্ত হয় নেটিজেনরা। প্রচুর ট্রোলিং হয় অভিনেত্রীকে নিয়ে। এই ঘটনার পরে পুনম আরও বেশি লাইমলাইটে আসেন।
করণ জোহর বনাম দিব্যা খোসলা
গত বছর অক্টোবরে মুক্তি পায় বলিউড ছবি 'জিগরা'। বক্স অফিসে কোনও ছাপ ফেলতে পারেনি ছবিটি। তবে অনেকেই ছবিতে আলিয়া ভাটের কাজ খুব পছন্দ করেন। ছবিটি প্রেক্ষাগৃহে চলাকালীন, অনেকে তাদের নেটমাধ্যমে এই সংক্রান্ত খবর পোস্ট করেন। অভিনেত্রী দিব্যা খোসলাও নিজের সোশ্যাল পেজে এই সম্পর্কিত একটি ছবি শেয়ার করেন। তিনি বলেন, 'জিগরা'-র গল্প তার 'সাভি' ছবির সঙ্গে অনেকটা মিল আছে। ভুল বক্স অফিস কালেকশনের অভিযোগ তুলে, 'জিগরা'-র প্রযোজক করণ জোহরকেও তিনি কটাক্ষ করেন। এরপর করণও তাঁকে উত্তর দেন।
নয়নতারা- ধনুষের বিচ্ছেদ
এবছর দক্ষিণী অভিনেত্রী নয়নতারার তথ্যচিত্র সামনে আসার পরে অনেক বিতর্কের সৃষ্টি হয়। অভিনেত্রী তাঁর তথ্যচিত্রে অনেক কথা প্রকাশ করেন। এখানেই শেষ নয়, নয়নতারার বিরুদ্ধে মামলা করেন দক্ষিণী অভিনেতা ধনুষ। অভিনেতার অভিযোগ, ২০১৫ সালের তাঁর ছবির একটি দৃশ্য বিনা অনুমতিতে, নিজের তথ্যচিত্রে ব্যবহার করেছেন নয়নতারা। উল্টোদিকে অভিনেত্রী পাল্টা অভিযোগ করেন, ইচ্ছাকৃতভাবে ধনুষ তাঁকে অনুমতি দেননি।
'পুষ্প ২' স্ক্রিনিং বিতর্ক
২০২৪- এর একেবারে শেষ লগ্নে, দক্ষিণী অভিনেতা অল্লু অর্জুন বড় উপহার দেন তাঁর দর্শক- অনুগামীদের। খুব অল্প সময়ে 'পুষ্প ২ ' বক্স অফিসের প্রায় সব রেকর্ড ভেঙে, নয়া মাইলফলক ছুঁয়ে ফেলেছে। তবে সমস্যার সূত্রপাত হয় ছবির প্রিমিয়ার নাইট থেকে। যার জেরে, এত সাফল্যের পরেও, গত ১৩ ডিসেম্বর তাঁকে জেলে যেতে হয়। হায়দরাবাদ পুলিশ গ্রেফতার করে অল্লুকে।
সন্ধ্যা থিয়েটারের বাইরে ঘটে এক অপ্রীতিকর ঘটনা। ছবির স্ক্রিনিংয়ের সময় সেখানে পৌঁছান দক্ষিণী মেগাস্টার। তাঁকে দেখতে ভিড় জমান ভক্তরা। হুড়োহুড়িতে জখম হন বহু মানুষ। পদপৃষ্ট হয়ে আহত হয়েছেন অভিনেতার একাধিক ভক্ত। গুরুতর আহত হন রেবতী নামে বছর ৩৫-এর এক মহিলা এবং তাঁর ১৩ বছরের ছেলে। পরে হাসপাতালে মৃত্যু হয় রেবতীর। এই মুহূর্তে নিহত মহিলার ছেলেও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। অল্লু ছাড়াও প্রেক্ষাগৃহের কর্তৃপক্ষের নামে মামলা রুজু হয় এরপর।