বলিউডে আবার আত্মহত্যার ঘটানা। সুশান্ত সিং রাজপুতের পর এবার আত্মঘাতী হলেন বলিউড অভিনেতা আসিফ বসরা। সংবাদ সংস্থা এএনআই-র খবর অনুসারে হিমাচল প্রদেশের বাড়িতে আত্মহত্যা করছেন ৫৩ বছরের অভিনেতা।
তবে তাঁর আত্মহত্যার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। একটি ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত শুরু করেছে ইতিমধ্যে। শোনা যাচ্ছে গত পাঁচ বছর ধরে একটি ভাড়া ফ্ল্যাটে বাস করছিলেন তিনি।
এএনআই জানিয়েছে, “চলচ্চিত্র অভিনেতা আসিফ বসরাকে ধর্মশালার একটি বেসরকারী কমপ্লেক্সে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। ফরেনসিক দল ঘটনাস্থলে রয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে"।
Film actor Asif Basra was found hanging in a private complex in Dharamshala. Forensic team is at the spot and police is investigating the matter: SSP Kangra Vimukt Ranjan. #HimachalPradesh (Picture credit: Asif Basra's website) pic.twitter.com/nxpWNLi8VU
— ANI (@ANI) November 12, 2020
চলচ্চিত্র নির্মাতা হানসাল মেহতা,এই মর্মান্তিক খবরের প্রতিক্রিয়া জানিয়ে ট্যুইট করেছেন। তিনি লিখেছেন, "আসিফ বাসরা! এটা সত্যি হতে পারে না ... এটি খুবই দুঃখজনক"।
Asif Basra! Can't be true... This is just very, very sad.
— Hansal Mehta (@mehtahansal) November 12, 2020
চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ ছিলেন আসিফ বসরা। তিনি একজন প্রখ্যাত থিয়েটার অভিনেতাও ছিলেন। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে 'কাই পো চে', রানি মুখার্জির সঙ্গে 'হিচকি', ঋত্বিক রোশনের সঙ্গে 'কৃষ থ্রি', সইফ আলি খানের সঙ্গে 'কালাকান্দি', শহীদ কাপুর এবং কারিনা কাপুরের 'জব উই মেট' ছবিতে অভিনয় করেছিলেন আসিফ। এছাড়াও অনুরাগ কাশ্যপের 'ব্ল্যাক ফ্রাইডে' এবং - তেও অভিনয় করেছিলেন তিনি। আমেরিকান কমেডি ' আউট সোর্সড'- এ অভিনয় করেও জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।
Advertisementআসিফ বসরাকে শেষবার হটস্টার স্পেশাল সিরিজ 'হোস্টেজ-এ আসগর নবির চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। এই বছরের সেপ্টেম্বরে জনপ্রিয় এই সিরিজটির দ্বিতীয় সিজন মুক্তি পেয়েছে। এছাড়াও জনপ্রিয় ওয়েব সিরিজ 'পাতাললোক'-এও তাঁকে দেখা গেছে।