scorecardresearch
 

রামগোপালের 'দিশা এনকাউন্টার' নিয়ে নয়া বিতর্ক, মুক্তি আটকাতে ময়দানে হায়দরাবাদের নির্যাতিতার পরিবার

ছবির মুক্তি নিয়েই আপত্তি জানিয়েছে হায়দরাবাদ গণধর্ষণের নির্যাতিতার পরিবার। ছবিটির মুক্তি আটকাতে তেলেঙ্গনা হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছে ওই পরিবার।

Advertisement
দিশা এনকাউন্টার দিশা এনকাউন্টার
হাইলাইটস
  • হায়দরাবাদ গণধর্ষণ নিয়ে ছবি তৈরি হয়েছে
  • ছবিটি তৈরি করেছেন রামগোপাল ভার্মা
  • ছবি মুক্তির উপর নিষেধাজ্ঞা চাইছে নির্যাতিতার পরিবার

ফের নতুন বিতর্কে জড়ালেন পরিচালর রামগোপাল ভার্মা। গতবছর ২৭ নভেম্বর হায়দরাবাদের অনতিদূরে শাদনগরে এক তরুণী পশুচিকিৎসককে ধর্ষণের পর পুড়িয়ে মারা হয়েছিল। তাঁর স্কুটির টায়ার ফেটে যাওয়ায় রাস্তার পাশের দোকানে তরুণী পশুচিকিৎসক সাহায্য চেতে গিয়ে চরম নির্যাতনের শিকার হয়েছিলেন। এই ঘটনা সামনে আসার পর থেকেই আক্রোশে ফুঁসছিল গোটা দেশ। শেষপর্যন্ত ৪ অভিযুক্তেরই মৃত্যু হয়েছিল এনকাউন্টারে। এই ঘটনাকে নিয়েই  পরিচালক  রাম গোপাল ভার্মা ‘দিশা এনকাউন্টার’ নামে একটি ছবি বানিয়েছেন। যা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। 

এই ছবির মুক্তি নিয়েই আপত্তি জানিয়েছে হায়দরাবাদ গণধর্ষণের নির্যাতিতার পরিবার। ছবিটির মুক্তি আটকাতে তেলেঙ্গনা হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছে ওই পরিবার।  নির্যাতিতার পরিবার আদালতে জানায়, মৃত ব্যক্তির ওপর এভাবে চলচ্চিত্র নির্মাণ করা অনুচিত, কারণ এই মামলা এখনও তদন্তাধীন রয়েছে। ছবিটির মুক্তি আটকাতে কেন্দ্র, তেলেঙ্গনা সরকার এবং সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের কাছেও অনুরোধ জানিয়েছে পরিবারটি। তবে তেলেঙ্গনা হাইকোর্ট ইতিমধ্যে নির্যাতিতার বাবার আবেদনটি খারিজ করে দিয়েছে। আদালত জানায়, চলতি বছর শুরুতেই হায়দরাবাদ ধর্ষণকাণ্ডের উপর সিনেমা নির্মাণের কথা জানিয়েছিলেন রামগোপাল ভার্মা। তেলেঙ্গনা হাইকোর্ট স্পষ্ট করে দেয়, এখন এই বিষয়ে আপত্তি জানিয়ে কোনও লাভ নেই। 

এদিকে রামগোপাল ভার্মা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে 'দিশা এনকাউন্টার' এর ট্রেলার প্রকাশ করেছেন। দুই সপ্তাহ আগে প্রকাশিত সেই ট্রেলার ইতিমধ্যে  ২৯  লক্ষ মানুষ দেখে ফেলেছেন । জানা যাচ্ছে আগামী ২৬ নভেম্বর ছবিটি মুক্তি পেতে চলেছে। নির্যাতিতার বাবা অভিযোগ রামগোপাল ভার্মা তাঁর পরিবারের সম্মতি ছাড়াই এই ছবিটি তৈরি করেছিলেন। তিনি বলেন,  চলচ্চিত্র নির্মাতা অর্থ উপার্জনের জন্য পরিবারের সম্মানকে আঘাত করছেন। তিনি ইউটিউব থেকে 'দিশা এনকাউন্টার'-এর ট্রেইলারটি সরিয়ে নেওয়ার জন্য সরকার ও রামাগোপাল ভার্মাকে অনুরোধ করেন।

Advertisement

Advertisement