৯ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেল রেবতী পরিচালিত বলিউড ছবি 'সালাম ভেঙ্কি' (Salaam Venky)। ছবিতে একজন মায়ের ভূমিকায় অভিনয় করছেন কাজল। বলিউড অভিনেত্রীর কেরিয়ার গ্রাফের দিকে তাকালে চোখে পড়ে, ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তিনি। তাঁর সমসাময়িক নায়কদের আজও দেখা যায় পর্দায় অন্যান্য অভিনেত্রীর সঙ্গে রোম্যান্স করতে। Aaj Tak Agenda 2022-এ, কাজল জানালেন কেন আজও বলিউড ইন্ডাস্ট্রিতে (Bollywood Industry) নায়কদের বয়স বাড়ছে না, শুধু অভিনেত্রীরাই তুলনামূলক পরিণত বয়সের চরিত্রে অভিনয় করছেন।
কী বললেন কাজল?
কাজল বিশ্বাস করেন যে, চলচ্চিত্র শিল্প একটি ব্যবসা। প্রতিটি নায়কের জন্য এত বেশি বিনিয়োগ করা হয় যে ছবিটি হিট হওয়া একটি বড় দায় হয়ে পড়ে। আসল কথা হল কোথাও না কোথাও হিরোরাও আটকে আছে নাম্বার গেমের কারণে। এটা তাঁদের দায়িত্ব হয়ে যায়। কাজলের স্বামী- অভিনেতা অজয় দেবগন, তাঁর দীর্ঘদিনের কেরিয়ারে একাধিক ভাল চরিত্রে অভিনয় করেছেন। স্বামী সম্পর্কে কথা বলতে গিয়ে কাজল বলেন, "অজয়ই একমাত্র অভিনেতা যিনি অভিনয়ের প্রতিটি ঘরানায় সফল। সেগুলো ব্যতিক্রম।"
অভিনেত্রী আরও বলেন যে, তিনি এবং অজয় দেবগন বাড়িতে ছবি নিয়ে কোনও আলোচনা করেন না। কাজলের কথায়, "বাড়িতে সিনেমা নিয়ে অজয়ের সঙ্গে কোনও কথা হয় না। বাড়িতে আমরা নিজেদের কথা বলি। পরিবার ও আমাদের বাচ্চাদের কথা বলি। কিছু গসিপও হয়। আমরা একেবারেই ঘরে তারকা নই। দু'জনেই কাজ শেষ হলে, সেটা সেখানেই ছেড়ে আসি। কর্ম ও ব্যক্তিগত জীবন আলাদা রাখি...।
'সালাম ভেঙ্কি' দেখে অজয় দেবগনের প্রতিক্রিয়া?
কাজল বলেন যে, অজয় দেবগন 'সালাম ভেঙ্কি' পছন্দ করেছেন। ছবিটি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। ছবিটি দেখার পর পরিচালক রেবতীর সঙ্গে ১০ মিনিট কথা বলেন অজয়। তাঁকে জানান যে, আবেগের বিষয়টা খুব ভাল ভাবে পর্দায় ফুটেছে। রেবতী বলেন যে, 'সালাম ভেঙ্কি' দেখে অজয় খুব খুশি হয়েছেন।
সালাম ভেঙ্কি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সমালোচক এবং জনসাধারণ ছবিটি সোশ্যাল মিডিয়ায় অনেক পছন্দ করেছেন। মা-ছেলের আবেগঘন গল্প দেখে মানুষের চোখ ভিজে যাচ্ছে। আপনি আপনার নিকটস্থ প্রেক্ষাগৃহে সালাম ভেঙ্কি দেখতে পারেন।
'সালাম ভেঙ্কি' ছবিতে সুজাতার চরিত্রে অভিনয় করেছেন কাজল এবং তাঁর ছেলে ভেঙ্কটেশ অর্থাৎ ভেঙ্কির চরিত্রে রয়েছেন বিশাল জেঠুয়াকে। শ্রীকান্ত মূর্তির উপন্যাস 'দ্য লাস্ট হুরে' থেকে অনুপ্রাণিত এই ছবি, আসলে সত্য ঘটনার উপরই নির্ভর করে তৈরি। বিরল রোগে আক্রান্ত ভেঙ্কির আয়ু খুব কম। এই অল্প সময়ের মধ্যে কীভাবে মা সুজাতার হাত ধরে অফুরান আনন্দে গোটা জীবনটা বাঁচবে সে, সেই গল্পই ফুটে উঠেছে পর্দায়।