scorecardresearch
 

কৃষক বিক্ষোভের ক্ষতিপূরণ কে ভরবে ? দিলজিৎ-প্রিয়াঙ্কাকে খোঁচা কঙ্গনার

প্ররোচিত করার জন্য সেলিব্রিটিদের কোনও ধরনের তদন্ত বা মামলার মুখোমুখি হওয়া উচিত কি? দিলজিৎ-প্রিয়াঙ্কাকে ট্যাগ করে টুইটে লিখলেন কঙ্গনা রানাওয়াত।

Advertisement
কঙ্গনা রানাওয়াত কঙ্গনা রানাওয়াত
হাইলাইটস
  • প্রিয়াঙ্কা চোপড়া-দিলজিৎ দোসঞ্ঝের দিকে আঙুল তুললেন কঙ্গনা রানাওয়াত।
  • কৃষকদের পাশে দাঁড়ানোতে প্রিয়াঙ্কা-দিলজিতের উপর ক্ষোভ উগড়ে দিলেন কঙ্গনা।
  • কৃষক বিক্ষোভের ক্ষতিপূরণ কে ভরবে ? আওয়াজ কঙ্গনার।

প্ররোচিত করার জন্য সেলিব্রিটিদের কোনও ধরনের তদন্ত বা মামলার মুখোমুখি হওয়া উচিত কি? দিলজিৎ-প্রিয়াঙ্কাকে ট্যাগ করে টুইটে লিখলেন কঙ্গনা রানাওয়াত।

আবার নতুন বিতর্কে কঙ্গনার রানাওয়াত। প্রিয়াঙ্কা চোপড়া এবং গায়ক-অভিনেতা দিলিজিৎ দোসঞ্ঝ কৃষকে আন্দোলনের পাশে এসে দাঁড়িয়েছেন। কৃষকদের দাবিকে সমর্থন জানিয়েছেন। এবার সেই দিকে প্রশ্ন তুললেন কঙ্গনা রানাওয়াত। একটি ভিডিও শেয়ার করেছেন কঙ্গনা। যেখানে দেখা যাচ্ছে আন্দোলনকারী কৃষকদের কৃষি বিল সংক্রান্ত প্রশ্ন করা হচ্ছে কিন্তু তাঁরা সঠিকভাবে উত্তর দিতে পারছেন না। এই ভিডিও পোস্ট করে কঙ্গনা লিখেছেন, 'আমি চাই দিলিজিৎ দোসঞ্জ এবং প্রিয়াঙ্কা চোপড়া যাঁরা লোকাল অ্যাক্টিভিস্টস হয়ে উঠেছেন, তাঁরা একটি ভিডিও বানিয়ে কৃষকদের বলুক যে কী কারণে তাঁরা এই আন্দোলনে সামিল হয়েছেন। তাঁরা দুজনে কৃষকদের প্ররোচিত করে, কেটে পড়েছেন। আর এখন দেখুন কৃষকদের এবং দেশের কী হাল।'

এই টুইটের খানিক পরে তিনি আবারও টুইট করেন। সেখানে লিখেছেন, কৃষকদের প্ররোচিত করার জন্য এই সেলিব্রিটিদের কোনও ধরনের তদন্ত বা মামলার মুখোমুখি হওয়া উচিত কি না। আর এক টুইটে কঙ্গনা লেখেন, 'ধর্না আন্দোলনে প্রায় ৭০,০০০ কোটি টাকার ক্ষয় হয়েছে। অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। প্রতিবেশী শিল্প এবং ছোট কারখানাগুলিতে দাঙ্গার কারণ হতে পারে এই আন্দোলন। দিলিজিৎ দোসঞ্জ এবং প্রিয়াঙ্কা চোপড়া আপনারা বুঝতে পারছেন কী ভয়ঙ্কর পরিণতি হতে চলেছে? এর ক্ষতিপূরণ কে দেবে?'

Advertisement

দিলজিৎ দোসঞ্জ অবশ্য কঙ্গনার টুইটের সরাসরি কোনও প্রতিক্রিয়া জানাননি, তবে তিনি টুইট করে লেখেন, 'লেজ কখনওই সোজা হয় না। এইবার নিশ্চিত হলাম।'

Advertisement