scorecardresearch
 

'লজ্জা লাগে না?' গাঁজাচাষ মন্তব্যে উদ্ধবকে পাল্টা ট্যুইট কঙ্গনার

মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে কঙ্গনা তুচ্ছ, প্রতিহিংসাপরায়ণ, অতিক্ষুদ্র এবং অসতর্ক বলে তোপ দাগলেন। শিবসেনা প্রধানের 'গাঁজা' নিয়ে মন্তব্যের পরই ট্যুইটে উত্তর দিলেন অভিনেতা।

Advertisement
শিবসেনা প্রধানের 'গাঁজা' নিয়ে মন্তব্যের পরই টুইটে উত্তর কঙ্গনার। শিবসেনা প্রধানের 'গাঁজা' নিয়ে মন্তব্যের পরই টুইটে উত্তর কঙ্গনার।
হাইলাইটস
  • ট্যুইট যুদ্ধে উদ্ধব ঠাকরে ও কঙ্গনা রানাওয়াত
  • শিবসেনা প্রধানের 'গাঁজা' নিয়ে মন্তব্যের পরই টুইটে উত্তর অভিনেতার
  • উদ্ধব ঠাকরের বক্তব্য, ''আপনার রাজ্যে গাঁজার খেত। মহারাষ্ট্রে তা নেই''


কঙ্গনা রানাওয়াত, কিছুদিন আগে তিনি শিবসেনা সরকার পরিচালিত মুম্বইকে 'পাকিস্তান অধিকৃত কাশ্মীর' বলার পর, সোমবার আরও একবার উদ্ধব ঠাকরের সঙ্গে ট্যুইট যুদ্ধে নামলেন। এদিন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে তিনি 'তুচ্ছ, প্রতিহিংসাপরায়ণ, অতিক্ষুদ্র এবং অসতর্ক' বলে তোপ দাগলেন। শিবসেনা প্রধানের 'গাঁজা' নিয়ে মন্তব্যের পরই ট্যুইটে উত্তর দিলেন অভিনেতা। 

দশেরার বক্তৃতায় উদ্ধব ঠাকরে সোমবার আক্রমণ করেন কঙ্গনা রানাওয়াতকে। তিনি বলেন, মুম্বই, সেখানকার পুলিশ এমনকী 'মহারাষ্ট্রের প্রত্যেক পুত্রে'র অপমান করেছেন কঙ্গনা। ''তিনি জানেন না আমরা বাড়িতে তুলসি গাছ বড় করি, গাঁজা নয়। আপনার রাজ্যে গাঁজার খেত। মহারাষ্ট্রে তা নেই।'' 

kangana

উদ্ধব ঠাকরের এই মন্তব্যের পরেই ট্যুইট বন্যা করেছেন কুইন। একের পর এক টুইটে তিনি বলেছেন, হিমাচলকে 'দেবীভূমি' বলা হয়, কারণ এখানে সবথেকে বেশি মন্দির রয়েছে। মুখ্যমন্ত্রীকে 'তুচ্ছ মানুষ' আখ্যা দিয়ে কঙ্গনা দাবি করেছে, হিমাচলে ক্রাইম রেট শূন্য। 

তিনি আরও লেখেন, ''মু্খ্যমন্ত্রী হিসাবে আপনার লজ্জিত হওয়া উচিত। জনগণের প্রতিনিধি হয়ে এত ছোট লড়াইয়ে জড়াচ্ছেন। যারা আপনার সঙ্গে একমত নয় তাদের অপমান, ক্ষতি করার জন্য ব্যবহার করছেন নিজের ক্ষমতা ব্যবহার করছেন। নোংরা রাজনীতি করতে যে চেয়ারে বসে রয়েছেন আপনি তার যোগ্য নন।'' 

Advertisement

শেষ টুইটে অভিনেতা বলেন, ''যেভাবে হিমাচলের সৌন্দর্য প্রতিটি ভারতীয়ের তেমনই মুম্বইও আমাদের প্রত্যেকে। দুটোই আমার বাড়ি। উদ্ধব ঠাকরে খবরদার, গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে আমাদের বিভক্ত করার চেষ্টা করবেন না। আপনার অশ্লীল বক্তৃতা কেবল ক্ষমতার আস্ফালন মাত্র।'' 

তারপরেই কঙ্গনার ট্যুইটের উত্তর দিয়ে ঠাকরে বলেন, ''আমি সেনার প্রধান এবং মুম্বই পুলিশেরও। এরা সেই পুলিশই যাঁরা নিজেদের জীবন বিপন্ন করে আপনার জীবন সুরক্ষিত করে। আপনি কীভাবে এসব তাদের নিয়ে বলতে পারেন? মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীর বলাটা নরেন্দ্র মোদীর অপমান। যদি ভারতের মধ্যেই পাক অধিকৃত কাশ্মীর থাকে তাহলে কি সেটা প্রধানমন্ত্রীর দোষ নয়?'' 

তবে এটাই নতুন নয়, এর আগেও বহুবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ট্যুইট করেছেন কঙ্গনা। বৃহস্পতিবারও নিজের পালি হিলের ভাঙা অফিসের ছবি দিয়ে অভিনেতা লিখেছিলেন, ''এটা আমার স্বপ্ন, শক্তি, আত্মমর্যাদাবোধ এবং ভবিষ্যতের ধর্ষণ।''

Advertisement