শুক্রবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) পাঠানো নোটিসের জবাব দিলেন করণ জোহর। ২০১৯-এ তাঁর ঘরোয়া পার্টিতে মাদক সেবনের কথা অস্বীকার করলেন পরিচালক।
অবশেষে মুখ খুললেন করণ জোহর (Karan Johar)। ২০১৯-এ তাঁর ঘরোয়া পার্টিতে মাদক সেবনের কথা অস্বীকার করলেন পরিচালক। তিনি দাবি করেছেন, ওই দিন তাঁর বাড়িতে আমন্ত্রিতরা কেউই ড্রাগ নেননি। শুক্রবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) পাঠানো নোটিসের উত্তরে এমনটাই জানালেন পরিচালক।
২০১৯-এর জুলাইয়ে নিজের বাড়িতে একটি ঘরোয়া পার্টির আয়োজন করেছিলেন করণ। সেই পার্টিতেই হাজির ছিলেন বলিউডে এ-লিস্টের তারকার। ২৮ জুলাই ২০১৯ নিজের সোশ্যাল পেজে ওই পার্টির একটি ভিডিও শেয়ার করেন করণ। ভিডিওটি নিজেই শুট করেছিলেন।
ভিডিওতে দেখা যাচ্ছিল পার্টিতে ছিলেন দীপিকা পাড়ুকোন, মালাইকা অরোরা, অর্জুন কপূর, সাহিদ কাপুর, বরুণ ধওয়ান, জোয়া আখতার, ভিকি কৌশল, অয়ন মুখার্জি, রণবীর কাপুর সহ আরও অনেকে। সবাই বসে গল্প করছিলেন এবং করণ জোহর নিজে এই ভিডিওটি শুট করছিলেন। স্যাটারডে ভাইবস ক্যাপশন লিখে করণ শেয়ার করেছিলেন এই ছবি।
এরপরই ওই ভিডিও নিয়ে প্রশ্ন ওঠে নানা মহলে। দাবি, 'সেই পার্টিতে মাদক সেবন করা হয়েছিল। তারকাদের চোখেমুখে সেই ছাপ স্পষ্ট।' সেই সময়ে করণ একটি বয়ানে জানান, "আমি কোনও মাদক নিই না কিংবা সেটির বিজ্ঞাপনও করি না।" তিনি আরও বলেছিলেন, "আমার বাড়িতে যে পার্টি হয়েছিল, সেখানে মাদক ছিল বলে মিথ্যে খবর ছড়ানো হচ্ছে।"
চলতি বছর ১৪ জুন সুশান্ত সিংহ রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পর মাদক মামলা শুরু হয় বলিউডে। তখন আবারও করণের ঘরোয়া পার্টির ভিডিও নিয়ে ফের শুরু হয় চর্চা। এর পরেই গত ১৭ ডিসেম্বর মাদক মামলায় সমন পাঠানো হয় করণ জোহরকে।
Maharasthra: NCB issues notice to filmmaker Karan Johar, seeking details of parties he organised. He has been asked to send his response & produce documents/electronic evidence, with regard to the video in circulation, given by Maninder Singh Sirsa with his complaint
— ANI (@ANI) December 17, 2020
এখনও পর্যন্ত ড্রাগ ইস্যুতে প্রায় ২৩ জনেরও বেশি লোককে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় সংস্থা। যার মধ্যে সুশান্ত সিং রাজপুতের বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty), তাঁর ভাই শোভিক চক্রবর্তী, সুশান্তের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা, পরিচারক দিপেশ সাওয়ান্তও ছিলেন। এছাড়াও দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, সারা আলি খান, রকুলপ্রীত সিংয়ের মতো অভিনেত্রীদেরও জিজ্ঞাসাবাদ করেছে NCB।