scorecardresearch
 

Supernatural Shaktiman At Theatre: 'স্পাইডারম্যান' নির্মাতাদের হাত ধরে ৩০০ কোটি টাকায় বড় পর্দায় আসছে 'শক্তিমান'

Supernatural Shaktiman Coming At Theatres: 'স্পাইডারম্যান' নির্মাতাদের হাত ধরে ৩০০ কোটি টাকায় বড় পর্দায় আসছে 'শক্তিমান'। মুকেশ খান্না গতবছর সনি পিকচার ইন্ডিয়ার সঙ্গে একটা বড় পর্দায় শক্তিমান আনার জন্য চুক্তি করেছেন। এই ঘোষণা শনি পিকচার্সের একটি টিজারে শেয়ার করা হয়েছে। তখনই ফ্যানেরা এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছিলেন না। এখন এই ফিল্ম প্রজেক্ট নিয়ে মুকেশ খান্না একটা বড় আপডেট দিয়েছেন।

Advertisement
'স্পাইডারম্যান' নির্মাতাদের হাত ধরে ৩০০ কোটি টাকায় বড় পর্দায় আসছে 'শক্তিমান' 'স্পাইডারম্যান' নির্মাতাদের হাত ধরে ৩০০ কোটি টাকায় বড় পর্দায় আসছে 'শক্তিমান'
হাইলাইটস
  • 'স্পাইডারম্যান' নির্মাতাদের হাত ধরে
  • ৩০০ কোটি টাকায় বড় পর্দায় আসছে
  • মুকেশ খান্নার সুপারহিরো 'শক্তিমান'

Supernatural Shaktiman At Theatre: ৯০ দশকের জনপ্রিয় ছোটদের সিরিয়াল সুপারহিট শক্তিমান দেখেননি এমন লোক পাওয়া ভার। এই মেগাসোপ শক্তিমানের উপর সিনেমা তৈরি করার যখন ঘোষণা হয়েছিল তখন ফ্যানেরা উৎসাহিত হয়েছিলেন। অভিনেতা মুকেশ খান্না (Mukesh Khanna) শক্তিমান রূপে বাড়ির অন্দরমহলে পৌঁছে গিয়েছিলেন কচিকাঁচাদের হাত ধরে। এখন তিনি নিজের ফেমাস চরিত্র শক্তিমানের ওপর তৈরি হতে চলা সিনেমা নিয়ে একটা বড় আপডেট দিয়েছেন। টিভিতে মুকেশ বহু বছর পর্যন্ত শক্তিমানের ভূমিকা পালন করেছেন। অনেকদিন ধরেই শক্তিমানের ওপর সিনেমা তৈরি করার রটনা সামনে আসছিল। কিন্তু তা কিছুতেই ফ্লোরে নামছিল না। এখন অভিনেতা মুকেশ খান্না জানিয়েছেন যে, এই সিনেমাটি তৈরি হতে কেন সময় লেগেছে।

আরও পড়ুনঃ লেবুর সঙ্গে এই খাবারগুলি একদম নয়, খেলেই বিপদ

আরও পড়ুনঃ শুক্রের গোচরে ভাগ্য ফিরতে পারে ৩ রাশির, সম্পত্তির যোগ

সিনেমাটি তৈরি করতে ৩০০ কোটি টাকা খরচ হতে পারে

মুকেশ খান্না গত বছর সোনি পিকচার্স ইন্ডিয়ার সঙ্গে একটা বড় পর্দায় শক্তিমান আনার জন্য চুক্তি করেছেন। এই ঘোষণা শনি পিকচার্সের একটি টিজারে শেয়ার করা হয়েছে। তখনই ফ্যানেরা এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছিলেন না। এখন এই ফিল্ম প্রজেক্ট নিয়ে মুকেশ খান্না একটা বড় আপডেট দিয়েছেন। মুকেশ খান্নার নিজে অফিশিয়াল ইউটিউব চ্যানেল ভীষ্ম ইন্টারন্যাশনালে নিজের পেন্ডিং প্রোজেক্ট শক্তিমান নিয়ে অনেক কথা বলেছেন। আশ্বস্ত করেছেন যে ফিল্মটি তৈরি হচ্ছে এবং এটিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার বড় প্ল্যান করা হয়েছে। মুকেশ খান্নার বক্তব্য যে, ফিল্ম নিয়ে কন্ট্রাক্ট তৈরি হয়ে গিয়েছে। এটি খুব বড় লেভেলে তৈরি হতে চলেছে। সিনেমাটি তৈরি করতে ২০০ থেকে ৩০০ কোটি টাকা খরচ হতে পারে।

স্পাইডারম্যানের নির্মাতার হাতে প্রাণ পাবে শক্তিমান

Advertisement

তিনি জানিয়েছেন যে, এই ফিল্মটি স্পাইডারম্যান নির্মাতা কোম্পানি সনি পিকচার তৈরি করবে। কিন্তু এর মধ্যে একটু দেরি হচ্ছে। তিনি বলেন আমি আগে ঘোষণা করেছিলাম যে ফিল্ম তৈরি হচ্ছে। করোনা মহামারীর কারণে এর কাজ আটকে যায়। কিন্তু এই সিনেমাটি অবশ্যই তৈরি হচ্ছে এবং আমি কোনও না কোনওভাবে এই সিনেমার কোনও না কোনওভাবে জড়িত থাকবেই। যদিও মুকেশ খান্না তার বক্তব্যের মাঝে কোথাও এই সিনেমার কাস্ট বা অভিনেতাদের নিয়ে কোনও বক্তব্য পেশ করেননি। তিনি বলেন যে, আমি ফিল্মে স্টার কাস্ট এর বিষয়ে কিছু বলতে পারব না কিন্তু আপনাদের এটুকু অবশ্যই বলতে পারি যে এটি বড় হতে চলেছে। এ জন্য এটি সময়ের লাগছে। কিন্তু এ সিনেমাটির অভিনেতা কারা, ডিরেক্টর কারা, শক্তিমানের ভূমিকাতেই বা কাকে দেখা যাবে সেসব বিষয়ে কোনও তথ্য তিনি দেননি। তবে খুব দ্রুত তা জানা যাবে বলে তিনি জানিয়েছেন। ২০২২ সালে সোনি পিকচার্স টিজার শেয়ার করে ফিল্মের ঘোষণা করেছিলেন। এর মধ্যে বলা হয়েছিল যে শক্তিমানকে বড় পর্দায় একটি সুপারহিরো ট্রিলজি রূপে আনা হচ্ছে। খবর, হিরো হতে পারেন রণবীর সিং। যদিও এখন দেখতে হবে যে কাকে এর মধ্যে সুপার হিরো রূপে দেখা যাবে।

 

Advertisement