scorecardresearch
 

ড্রাগস পার্টি: Shahrukh-এর ছেলে Aryan ছাড়া আরও যাদের জিজ্ঞাসাবাদ করছে NCB

শনিবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) মুম্বই থেকে গোয়া যাওয়ার একটি ক্রুজে চলা মাদক পার্টিতে গ্রেফতার ৮ জন। এই রেভ পার্টিতে তল্লাশি চালায় NCB-র দল। এঁনারা বলিউড, ফ্যাশন এবং ব্যবসার সঙ্গে জড়িত। নাইট পার্টি থেকে উদ্ধার হয় কোকেন, হাশিস, এমডিএমএ। হয় প্রোফাইল এই পার্টিতে উপস্থিত ছিলেন বলিউড তারকা শাহরুখ খানের (Shah Rukh Khan) পুত্র (Son) আরিয়ান খান (Aryan Khan)।

Advertisement
আরিয়ান খান আরিয়ান খান
হাইলাইটস
  • এমডিএমএ, কোকেন, এমডি এবং চরস উদ্ধার হয়েছে
  • এই ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে
  • যাদের মধ্যে ২ জন মহিলাও রয়েছন

শনিবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) মুম্বই থেকে গোয়া যাওয়ার একটি ক্রুজে চলা মাদক পার্টিতে গ্রেফতার ৮ জন। এই রেভ পার্টিতে তল্লাশি চালায় NCB-র দল। এঁনারা বলিউড, ফ্যাশন এবং ব্যবসার সঙ্গে জড়িত। নাইট পার্টি থেকে উদ্ধার হয় কোকেন, হাশিস, এমডিএমএ। হয় প্রোফাইল এই পার্টিতে উপস্থিত ছিলেন বলিউড তারকা শাহরুখ খানের (Shah Rukh Khan) পুত্র (Son) আরিয়ান খান (Aryan Khan)।

দুই মহিলাসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে

এনসিবি একটি বিবৃতি জারি করে জানায়, ২ অক্টোবর কর্ডেলিয়া ক্রুজে অভিযান চালানো হয়। সেখানে উপস্থিত সকলের তল্লাশি করা হয়। এমডিএমএ, কোকেন, এমডি এবং চরস উদ্ধার হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের মধ্যে ২ জন মহিলাও রয়েছন। এনসিবি এই ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

আরিয়ানকে জিজ্ঞাসাবাদ

এনসিবি-র জিজ্ঞাসাবাদে আরিয়ান দাবি করেছেন, যাঁদের পার্টি তাঁদের তরফে তাঁর নাম করেই সকলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সূত্রের আরও খবর, ক্রুজের ভিতরে পার্টি চলার একটি ভিডিও এনসিবির হাতে এসেছে। যেখানে আরিয়ানকে দেখা যাচ্ছে। পার্টি চলাকালীন আরিয়ানকে সাদা টি-শার্ট, নীল জিন্স, লাল খোলা শার্ট এবং ক্যাপ পরে থাকতে দেখা যায়। এনসিবি -র সংশ্লিষ্ট সূত্র থেকে আরও জানা গেছে, যারা ধরা পড়েছে তাদের কাছ থেকে রোলিং পেপারও পাওয়া গেছে।

তিনজন মহিলাকে জিজ্ঞাসাবাদ

দিল্লি থেকে তিনজন মহিলা ক্রুজ পার্টিতে যোগ দিতে এসেছিলেন। এনসিবি এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করছে। এই তিনজন বড় ব্যবসায়ীদের মেয়ে বলে জানা গেছে। এনসিবি তাঁদের সকলের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে এবং সে বিষয়ে তদন্ত করছে। এনসিবি-র দিল্লি সদর দফতর থেকে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। এনসিবি কর্মকর্তারা বলছেন, তদন্তটি ন্যায়সঙ্গতভাবে এবং আইনের আওতায় করা হচ্ছে। যিনি ভূমিকা পালন করেছেন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

NCB-র নজরে গোপাল আনন্দ নামে এক ব্যক্তি

ক্রুজে পার্টি আয়োজনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ফোন বন্ধ করে বেপাত্তা গোপাল। তাঁকে খুঁজতে তল্লাশি চালাচ্ছে এনসিবি।

Advertisement