scorecardresearch
 

মুন্নি এবার সিলেবাসে! রয়েছেন এ আর রহমান-ও

ভিন্ ভিন্ন ধারার সঙ্গীতের সঙ্গে ছাত্রছাত্রীদের পরিচয় করানোর উদ্দেশ্যেই এমন সিলেবাস তৈরি করা হয়েছে বলে জানিয়েছে ডিপার্টমেন্ট অফ এডুকেশন (DFE)। ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত নিয়ে বহু দিন ধরে পাশ্চাত্য দেশ গুলিতে চর্চা গবেষণা হচ্ছে। তবে মুন্নি-র মতো আইটেম গান কোনও সিলেবাসে জায়গা করে নেওয়ার ঘটনা এই প্রথম।

Advertisement
মালাইকা অরোরা মালাইকা অরোরা
হাইলাইটস
  • এই গানটি ছাড়াও রয়েছে কিশোরী আমোনকরের (Kishori Amonkar) ‘সহেলি রে’ (Saheli Re)
  • অনুষ্কা শঙ্করের (Anoushka Shankar) ‘ইন্ডিয়ান সামার’ (Indian Summer)
  • এ আর রহমানের (AR Rahman) ‘জয় হো' (Jai Ho)

এ বার ব্রিটেনে পড়ানো হবে মুন্নি বদনাম হুয়ি নিয়ে! আশ্চর্য হওয়ার মতো খবর হলেও এটি সত্যি। সম্প্রতি ডিপার্টমেন্ট অফ এডুকেশনের (DFE) নতুন সিলেবাসে দাবাং ছবির জনপ্রিয় গানটি যুক্ত করেছে পাঠক্রমে। এই গানটি ছাড়াও রয়েছে কিশোরী আমোনকরের (Kishori Amonkar) ‘সহেলি রে’ (Saheli Re), অনুষ্কা শঙ্করের (Anoushka Shankar) ‘ইন্ডিয়ান সামার’ (Indian Summer) এবং এ আর রহমানের (AR Rahman) ‘জয় হো' (Jai Ho)। ভারতীয় সঙ্গীতের উল্লেখযোগ্য অংশ হিসাবে এই গানগুলিকে পাঠক্রমের অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্রিটেনের ১৫ জনের একটি প্যানেল এই গানটি সুপারিশ করেন। তার পর এই সিলেবাস তৈরি করা হয়।

ভিন্ ভিন্ন ধারার সঙ্গীতের সঙ্গে ছাত্রছাত্রীদের পরিচয় করানোর উদ্দেশ্যেই এমন সিলেবাস তৈরি করা হয়েছে বলে জানিয়েছে ডিপার্টমেন্ট অফ এডুকেশন (DFE)। ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত নিয়ে বহু দিন ধরে পাশ্চাত্য দেশ গুলিতে চর্চা গবেষণা হচ্ছে। তবে মুন্নি-র মতো আইটেম গান কোনও সিলেবাসে জায়গা করে নেওয়ার ঘটনা এই প্রথম।

 

২০১০ সালে মুক্তি পাওয়া ছবি দাবাং-এ অভিনয় করেন সলমন খান, সোনাক্ষী সিনহা, সোনু সুদ, বিনোদ খান্না, ডিম্পল কাপাডিয়া, ওম পুরী, আরবাজ খান প্রমুখ। সোনাক্ষী এই সিনেমার হাত ধরেই বলিউডে পা রাখেন। সিনেমায় এই আইটেম গানে দেখা যায় মালাইকা অরোরাকে। গাইডেন্সে বলা হয়েছে, ভারতীয় মেইনস্ট্রিম সিনেমায় আইটেম গানের গুরুত্ব বোঝাতে গানটি সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। গানটির চলন, লয়, দৃশ্যপট, নাচ সমস্তই দর্শকদের ভীষণ পছন্দ হয়েছে। তাই এই গানটি বেছে নেওয়া হল।

Advertisement

যাঁর উপর গানটি শুট করা হয়েছে সেই মালাইকা অরোরা স্বভাবতই খবরে খুব খুশি।

 

Advertisement