আবার সলমন খানের (Salman Khan) বাড়িতে করোনার হানা। এবার সলমনের ম্যানেজার জর্ডি প্যাটেল (Jordy Patel) করোনায় আক্রান্ত। এই নিয়ে মোট চার জন করোনার কবলে পড়লেন সলমনের বাড়িতে।
নভেম্বরের শুরুতেই গাড়ির চালক ছাড়া আরও দুই কর্মীর কোভিড রিপোর্ট পজিটিভ আসে সলমন খানের পরিবারে। এর পরই পুরো খান পরিবার ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে ছিলেন। গত ১৯ নভেম্বর আবার সলমনের গোটা পরিবারের কোভিড পরীক্ষা করা হয়। তখন সকলের রিপোর্ট নেগেটিভ এলেও, আইসোলেশনেই ছিলেন সকলে। এর ঠিক ১০ দিনের মাথায় ২৯ নভেম্বর আবার করোনার হানা। সলমনের ম্যানেজার জর্ডি প্যাটেল করোনায় আক্রান্ত বলে জানা যাচ্ছে। অন্যদিকে গাড়ির চালক এবং বাকি দুই কর্মী যাঁরা আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন, তাঁদের যথাযথ চিকিৎসা ব্যবস্থায় কোনও ত্রুটি রাখছেন না সলমন। মুম্বইয়ের একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের এবং এখনও তাঁদের চিকিৎসা চলছে বলে খবর।
অন্যদিকে সলমন খানের বাবা-মা, সেলিম খান এবং সালমা খানের বিবাহ বার্ষিকীর গ্র্যান্ড সেলিব্রেশনের প্রস্তুতি চলছিল জোর কদমে। কিন্তু এই মুহূর্তে পরিস্থিতির কথা মাথায় রেখে সে অনুষ্ঠান বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সলমন।
#RADHE #OTT RUMOURS BASELESS... There was speculation in the *exhibition sector* that #Radhe - starring #SalmanKhan - will skip theatrical release... Will stream on #OTT directly... FALSE... The producers are clear, #Radhe will release in *cinemas*, eyes #Eid2021 release. pic.twitter.com/JGQnXSSlAD
— taran adarsh (@taran_adarsh) November 20, 2020
এই মুহূর্তে 'বিগ বস ১৪'-র সঞ্চালনা করছিলেন সলমন। পাশাপাশি দিশা পাটানি (Disha Patani) এবং রণদীপ হুডার (Randeep Hooda) সঙ্গে 'রাধে'-র কাজও চলছিল। যদিও 'রাধে' এই বছর ইদে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনার অতিমারীতে শুটিং পিছিয়ে যায়। ২০২১-এ মুক্তি পাচ্ছে 'রাধে'। প্রসঙ্গত 'রাধে' মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে এমনটাও শোনা গিয়েছিল। তবে সে খবর ঠিক নয়। চিত্র সমালোচক এবং বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ গত ২০ নভেম্বর টুইট করে জানিয়েছেন সে খবর। একইসঙ্গে তিনি লিখেছেন ২০২১-এ প্রেক্ষাগৃহেই মুক্তি পাচ্ছে 'রাধে'।