scorecardresearch
 

এবার বলিউড অভিনেতার নামে মন্দির দেশের এই রাজ্যে

সোনু সুদের মন্দির তৈরি হল তেলেঙ্গানায়। আর মন্দিরে ভগবানের স্থানে সোনু সুদের মূর্তি। খবর গেছে খোদ সোনুর কানে। কী বললেন অভিনেতা?

Advertisement
তেলেঙ্গানায় সোনু সুদ মন্দির (ছবি-টুইটার) তেলেঙ্গানায় সোনু সুদ মন্দির (ছবি-টুইটার)
হাইলাইটস
  • সোনু সুদকে সম্মান জানাতে অনন্য নজির তেলেঙ্গানার মানুষের।
  • কেরালার সিদ্দিপিট জেলার দুব্বা টান্ডা গ্রামের স্থানীয়রা তৈরি করেছে সোনু সুদের মন্দির।
  • সোনু সুদ টুইট করে জানালেন প্রতিক্রিয়া।

সোনু সুদের মন্দির তৈরি হল তেলেঙ্গানায়। আর মন্দিরে ভগবানের স্থানে সোনু সুদের মূর্তি। খবর গেছে খোদ সোনুর কানে। কী বললেন অভিনেতা?

সোনু সুদকে সম্মান জানাতে অনন্য নজির। তেলেঙ্গানার মানুষ তৈরি করল আস্ত একটা মন্দির। মন্দিরে প্রতিস্থাপন করা হয়েছে অভিনেতা সোনু সুদের মূর্তি। ইতিমধ্যেই উদ্বোধন হয়ে গিয়েছে কেরালার সিদ্দিপিট জেলার দুব্বা টান্ডা গ্রামের স্থানীয়দের তৈরি সোনু সুদের মন্দির। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকের স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, করোনা মহামারী পরিস্থিতিতে প্রচুর লোকের সাহায্য করেছেন সোনু সুদ। এটা তাঁদের কাছে অত্যন্ত সৌভাগ্যের বিষয়, যে তাঁরা অভিনেতার জন্য মন্দির তৈরি করতে পেরেছেন।

 

করোনার অতিমারীতে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছিলেন সোনু সুদ। নিজে দাঁড়িয়ে থেকে কাজ সামলেছেন সোনু। সোনুর এই মানব কল্যাণ মূলক কাজে বহু মানুষের প্রশংসা তো রয়েছেই আশীর্বাদও পেয়েছেন অভিনেতা। তাই অভিনেতাকে সম্মান জানাতে তেলেঙ্গানার মানুষ তৈরি করল এই মন্দির। মন্দিরে ভগবানের স্থানে সোনুর মূর্তি। সোনু এ বিষয়ে জানিয়েছেন, এটা তাঁর প্রাপ্য নয়। তবে এতে তিনি খুশি। সাধারণ মানুষ হিসেবেই মানুষের পাশে থাকতে চান সোনু।

 

 

সোনু তাঁর এই মানুব দরদী কাজের জন্য সম্মান পেয়েছেন বেশ কিছু জায়গা থেকে। সেপ্টেম্বরে তাঁকে সম্মান জানিয়েছে রাষ্ট্রসংঘের শাখা সংগঠন ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এছাড়াও এসডিজি(সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল) স্পেশাল হিউম্যানিটারিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ড এ সম্মানিত হয়েছেন সোনু সুদ। মানুষের পাশে দাঁড়াতে নিজের সম্পত্তিও বন্ধক রেখেছেন সোনু।

Advertisement

 

Advertisement