scorecardresearch
 

Abhishek banerjee Actor: 'পশ্চিমবঙ্গে আর্টিস্টকে ভাঁড় বলা হয় না,' Stree 2-এর অভিষেকের মন্তব্য VIRAL

Stree 2: বলিউডের এই দুঁদে অভিনেতা কিন্তু বাঙালিরও গর্বের। বলিউডকে একাধিক ভাল অভিনেতা, পরিচালক দিয়েছে বাংলা। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু শিকড় ভোলেননি। পশ্চিমবঙ্গের মানুষ, বিশেষ করে বাঙালি কতটা সাহিত্য, সংস্কৃতি প্রেমী, তা নিয়ে গর্ব করলেন অভিষেক।  

Advertisement
অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিনেতা
হাইলাইটস
  • দুর্দান্ত অভিনয়ে সাড়া ফেলে দিয়েছেন অভিষেক
  • অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু শিকড় ভোলেননি
  • 'শিল্পকলাকে খুব সম্মান দেওয়া হয় বাংলায়'

বলিউডে প্রথমসারির অভিনেতাদের মধ্যে এখন অন্যতম অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee Actor)। স্ত্রী- ২ (Stree 2) ছবিতেও দুর্দান্ত অভিনয়ে সাড়া ফেলে দিয়েছেন অভিষেক। বলিউড তো বটেই, 'Mirzapur' কিংবা  'Paatal Lok'-এর মতো ওয়েব সিরিজে অভিনয়ে মন জয় করে ফেলেছেন অভিষেক।

অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু শিকড় ভোলেননি

বলিউডের এই দুঁদে অভিনেতা কিন্তু বাঙালিরও গর্বের। বলিউডকে একাধিক ভাল অভিনেতা, পরিচালক দিয়েছে বাংলা। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু শিকড় ভোলেননি। পশ্চিমবঙ্গের মানুষ, বিশেষ করে বাঙালি কতটা সাহিত্য, সংস্কৃতি প্রেমী, তা নিয়ে গর্ব করলেন অভিষেক।  

আরও পড়ুন

'শিল্পকলাকে খুব সম্মান দেওয়া হয় বাংলায়'

একটি ইউটিউব চ্যানেলে ইনফ্লুয়েন্সারকে দেওয়া ইন্টারভিউয়ে অভিষেক বললেন, 'আমি আজ অভিনেতা, কারণ আমি একজন বাঙালি। শিল্পকলাকে খুব সম্মান দেওয়া হয় বাংলায়। পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে আর্টকে খুবই সম্মান করা হয়। আমি বাকি রাজ্যগুলিকে নীচু করছি না, তবে আর্টিস্টকে বাংলায় ভাঁড় বলা হয় না। ওখানে আর্টিস্টকে আর্টিস্টের সম্মানই দেওয়া হয়। ওখানকার মানুষ দৈনন্দিন জীবনেও কবিতার পংক্তি ব্য়বহার করেন। রোজকার কাজের মধ্যে অনেকেরই কবিতার টুকরো অংশ আওড়ান। কবিতায় রোজ বাঁচেন। এমন কবিতা, হয়তো আপনি, আমি জানিই না। যেমন ধরুন, কোনও একটি রাশিয়ান কবিতা।' 

সম্প্রতি অভিষেক জানান, তাঁর বাবা চেয়েছিলেন তিনি বড় হয়ে আইএএস আধিকারিক হন। কিন্তু ছোট থেকেই তাঁর মন পড়ে থাকত অভিনয়ের দিকে। অভিনয়ের প্রতি অমোঘ ঝোঁক থেকে ক্রমে তিনি আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement

Advertisement