scorecardresearch
 

ভাল নেই দিলীপ কুমার! জানালেন স্ত্রী সায়রা বানু

ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অন্যতম মূল্যবান অভিনেতা দিলীপ কুমার (Dilip Kumar)। বর্ষীয়ান অভিনেতা ১৯৬৬ সালে অভিনেত্রী সায়রা বানুকে (Saira Banu) বিয়ে করেছিলেন এবং এই বছর তাঁদের বিয়ের ৫৪ বছর পূর্ণ হয়েছে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সায়রা বানু জানিয়েছিলেন দিলীপ কুমার ‘খুব একটা ভাল নেই’।

Advertisement
দিলীপ কুমার ও সায়রা বানু দিলীপ কুমার ও সায়রা বানু
হাইলাইটস
  • খুব একটা ভাল নেই বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার।
  • এমনকি ওঁনার রোগ প্রতিরোধ ক্ষমতাও খুব কম।
  • সংবাদ মাধ্যমকে জানিয়েছেন স্ত্রী সায়রা বানু।

 ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অন্যতম মূল্যবান অভিনেতা দিলীপ কুমার (Dilip Kumar)। সারা দেশে তাঁর কয়েক লক্ষ অনুগামী রয়েছেন। বর্ষীয়ান অভিনেতা ১৯৬৬ সালে অভিনেত্রী সায়রা বানুকে (Saira Banu) বিয়ে করেছিলেন এবং এই বছর তাঁদের বিয়ের ৫৪ বছর পূর্ণ হয়েছে। টাইমস অফ ইন্ডিয়া-কে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সায়রা বানু দিলীপ কুমারের স্বাস্থ্যের কথা জানিয়েছিলেন এবং প্রকাশ করেছেন যে তিনি ‘খুব একটা ভাল নেই’। এমনকি প্রবীণ অভিনেতার ভক্তদের, তাঁর স্বাস্থ্যে উন্নতির জন্যে প্রার্থনা করতে বলেছিলেন।  

সায়রা বানু কী বলেছিলেন?
সায়রা বানু বলেছিলেন, “তিনি খুব একটা ভাল নয়। দুর্বল রয়েছেন। মাঝে মাঝে তিনি বাড়ির হল অবধি গিয়ে, তারপরেই আবার ঘরে ফিরে যান। ওঁনার রোগ প্রতিরোধ ক্ষমতা কম। ওঁনার কল্যাণের জন্যে প্রার্থনা করুন। আমরা প্রতিদিনের জন্যে ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। "

তিনি আরও যোগ করেছেন যে, “আমি একনিষ্ঠ স্ত্রী হিসাবে পরিচিত হওয়ার জন্যে প্রশংসা চাইছি না। শুধু তাঁকে স্পর্শ করা এবং জড়িয়ে ধরে রাখা আমার কাছে পৃথিবীর সেরা জিনিস। আমি তাঁকে আদর করি এবং তিনি নিজেই আমার নিঃশ্বাস"।

দিলীপ কুমার এবং সায়রা বানুর বিবাহবার্ষিকী
এই বছর, এই দম্পতি তাঁদের বিবাহ বার্ষিকী উদযাপন করেন নি কারণ দিলীপ কুমার তাঁর দুই ভাই, আহসান ভাই এবং আসলাম ভাইকে করোনা ভাইরাসের জেরে হারিয়েছেন।

সাইরা বানুর ট্যুইটারে বার্তা দিয়েছিলেন , “১১ অক্টোবর, আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন। দিলীপ সাহাব এই দিনে আমাকে বিয়ে করেছিলেন এবং আমার স্বপ্নগুলি সত্য করে তুলেছিলেন। এই বছর, আমরা উদযাপন করছি না। আপনারা সবাই জানেন যে আমরা আমাদের দুই ভাই আহসান ভাই এবং আসলাম ভাইকে আমরা হারিয়েছি।"

 

অন্যদিকে দিলীপ কুমার ট্যুইট করেছিলেন, “কোভিড ১৯ অতিমারীর কারণে বহু মানুষ জীবন হারিয়েছেন এবং বহু পরিবারে দুঃখে রয়েছেন। বর্তমান পরিস্থিতিতে আমরা আপনাদের সকলকে, আমাদের প্রিয় বন্ধুদের অনুরোধ করছি একে অপরের নিরাপত্তা ও মঙ্গল কামনা করার জন্যে। ঈশ্বর আমাদের সকলের সঙ্গে থাকুক। নিরাপদ থাকউন সকলে।"

প্রসঙ্গত, দিলীপ কুমার এবং সায়রা বানু গত মার্চ মাস থেকে নভেল করোনা ভাইরাস অতিমারীর জেরে আইসোলেশনে রয়েছেন।

Advertisement