scorecardresearch
 

ঘুমের মধ্যেই প্রয়াত হলিউডের প্রথম 'জেমস বন্ড'

মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। প্রয়াত এই স্কটিশ অভিনেতা সাতটি জেমস বন্ড থ্রিলারে অভিনয় করেছিলেন।

Advertisement
প্রয়াত শন কনারি। প্রয়াত শন কনারি।
হাইলাইটস
  • প্রয়াত হলিউডের জনপ্রিয় জেমস বন্ড শন কনারি
  • ইয়ান ফ্লেমিংয়ের সৃষ্ট জেমস বন্ড সিরিজে অভিনয় করেছেন তিনি
  • 'দ্য আনটাচেবল'- ছবির জন্য সেরা পার্শ্বচরিত্রে অস্কার পান অভিনেতা

ঘুমের মধ্যেই চিরবিদায় নিলেন হলিউডের জনপ্রিয় জেমস বন্ড শন কনারি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। প্রয়াত এই স্কটিশ অভিনেতা সাতটি জেমস বন্ড থ্রিলারে অভিনয় করেছিলেন। দর্শকের কাছে তিনি সবথেকে জনপ্রিয় জেমস বন্ড। অগস্টেই নিজের জন্মদিন উদযাপন করেছিলেন। সব্বাইকে ফাঁকি গিয়ে ঘুমের মধ্যেই চলে গেলেন তিনি। 

ইয়ান ফ্লেমিংয়ের সৃষ্ট জেমস বন্ড সিরিজে অভিনয় করেছেন শন কনারি। ‘ডক্টর নো’, ‘ইউ অনলি লিভ টোয়াইস’, 'থাণ্ডারবল', 'গোল্ডফিঙ্গার', ‘ডায়মন্ডস আর ফরেভার’, ‘নেভার সে নেভার এগেইন’, 'ফ্রম রাশিয়া উইদ লাভ'- পর পর সাতটি জেমস বন্ড সিরিজে তাঁর অভিনয়ে অভিভূত দর্শক। তিনিই তো সেরা ০০৭। 

তবে জেমস বন্ডের ইমেজ ছেড়ে আস্তে আস্তে বেরিয়ে আসেন শন। ১৯৮৮ সালে 'দ্য আনটাচেবল'- ছবির জন্য সেরা পার্শ্বচরিত্রে অস্কার পান অভিনেতা। তিনবার গোল্ডনে গ্লোব এবং দুবার বাফটা পুরস্কারে সম্মানিত হয়েছে শন কনারি। 'ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড', 'দ্য হান্ট ফর রেড অক্টোবর', ‘মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস’, ‘আ ব্রিজ টু ফার'- একের পর এক ছবিতে মুগ্ধ করেছেন ফ্যানেদের। 

২০০০ সালে ইংল্যান্ডের রানি এলিজাবেথ তাঁকে নাইটহুড সম্মান দেন। করোনার আবহেই চুপিসারে পাড়ি দিলেন দিকশূন্যপুরের দিকে।

Advertisement