আর কত? আর কত প্রাণ কেড়ে নেবে ২০২০? সাধারণ মানুষতো রয়েছেই, করোনার থাবা বসেছে শিল্প, সংস্কৃতি সহ বিভিন্ন মহলেও। প্রাণ গেছে অজস্র। এবার সেই তালিকায় যুক্ত হল আরও একটি নাম। বিশ্ববন্দিত কোরিয়ান চিত্রপরিচালক কিম কি দুক। মাত্র ৫৯ বছর বয়সেই বিদায় নিলেন দক্ষিণ কোরিয়ার প্রবাদ প্রতিম পরিচালক কিম।
জানা গেছে, লাটভিয়ার হাসপাতালে মৃত্যু হয়েছে কিমের। সম্প্রতি লাটভিয়ায় তিনি গিয়েছিলেন একটি বাড়ি কেনার জন্য। ইচ্ছে ছিল, সমুদ্রের ধারে একটি বাড়ি কিনবেন। সেই বাড়ি কেনার উদ্দেশ্যেই তাঁর লাটভিয়ায় যাওয়ায়। সেখানেই তিনি করোনা আক্রান্ত হয়ে পড়েন। গত ২০ নভেম্বর থেকে হাসপাতালে ছিলেন কিম কি দুক। শুক্রবার রাতে মৃত্যু হয় কিমের।
বিশ্ব বিখ্যাত এই চলচ্চিত্র পরিচালকের প্রথম কাজ 'ক্রোকোডাইল'। খুব কম বাজেটের ছবি দিয়েই কাজ শুরু করেন কিম। এরপর একের পর এক সব ছবি। বেড গাই, দ্য কোস্ট গার্ড, স্প্রিং সামার ফল উইন্টার… এন্ড স্প্রিং, থ্রি আইরন, সামারিটান গার্ল, দ্য বো, ড্রিম, আরিরাং, পিয়েতা, আমেন এর মতো পৃথিবী বিখ্যাত ছবি। কোরিয়ান সিনেমাকে বিশ্ব দরবারে পরিচিতি দেওয়ার মূল কারিগর কিম কি দুক। '৩-আয়রন' ছবির জন্য ৬১তম ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালক হিসাবে সিলভার লিয়ন পুরস্কার পান কিম কি-দুক। ৬৯তম ভেনিস চলচ্চিত্র উৎসবে 'পিয়েতা'-র জন্য গোল্ডেন লায়ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন। 'সামারিয়া'-র জন্য ৫৪তম বার্লিন চলচ্চিত্র উৎসবে সম্মানিত হন এই দক্ষিণ কোরিয় পরিচালক। এছাড়াও বার্লিন চলচ্চিত্র উৎসবে সিলভার বিয়ার অ্যাওয়ার্ডেও সম্মানিত হন কিম। নিজের কাজের জন্য এমন অনেক সম্মানে সম্মানিত হয়েছিলেন কিম কি দুক। কলকাতা চলচ্চিত্র উৎসবেও বিশেষ আকর্ষণ ছিল কিম কি দুকের ছবি।
পছন্দের পরিচালকের চলে যাওয়ায় শোকপ্রকাশ করেছেন টলিউড থেকে সিনেমাপ্রেমীরা।
With Kim-Ki-Duk passing away,
— Sudiptaa Chakraborty (@SudiptaaC) December 11, 2020
World cinema loses one of its best craftsmen !!! 🌹 pic.twitter.com/lcupWfSj4L
Kim-kortobyobimurho. Rest in Cinema, Maestro.
— Srijit Mukherji (@srijitspeaketh) December 11, 2020