প্রবল সম্ভাবনা প্রথম থেকেই ছিল। এবার তা বাস্তবে রূপ নিল। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে এসএস রাজামৌলীর আরআরআর সিনেমা তার নিজের ছাপ রেখেই গেল। এই সিনেমার গান নাটু নাটু সেরা মৌলিক গানের বিভাগে অস্কার জয় করে নিল। আর এই ঐতিহাসিক জয়ের কারণে গোটা ভারত গর্ব অনুভব করছে। আরআরআর-এর এই নাটু নাটু গান মুক্তির পর থেকেই দারুণভাবে হিট হয়। এর আগেও এই গান গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জয় করেছে আর এখন অস্কার জয়, সব মিলিয়ে আরআরআর এখন সফলতার তুঙ্গে রয়েছে।
নাটু নাটু পেল অস্কার
২০০৯ সালে স্লামডগ মিলেনিয়ার ছবির 'জয় হো' গানের জন্য অস্কার পেয়েছিলেন এআর রহমান, রসুল পুকুটি ও গুলজার। এরপর বেশ কয়েকটি বছর অস্কারের নমিনেশন পেয়েছে নানা ভারতীয় ছবি। তবে অস্কার অধরাই রয়ে গেছে। কিন্তু এবার কাটল সেই খরা। এসএস রাজামৌলীর আরআরআর সিনেমার নাটু নাটু গান ভারতকে ফের অস্কার-সুখ এনে দিল। এর পাশাপাশি সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্মের জন্য অস্কার পেলেন ভারতীয় ফিল্মমেকার কার্তিকী গনসালভেস ও প্রযোজক গুনিত মোঙ্গা।
আরও পড়ুন: Oscars 2023 LIVE: ভারতে অস্কার, সেরা 'অরিজিনাল সং' RRR-এর 'নাটু নাটু'
কৃতজ্ঞতা স্বীকার
এই গানের নেপথ্যে যিনি সুর দিয়েছেন সেই এমএম কীরাবানী অস্কারের মঞ্চে গান গাইতে গাইতে নিজের বক্তব্য সকলের সামনে তুলে ধরেন। তিনি প্রথমেই সকলকে ধন্যবাদ জানান। কীরাবানী তাঁর এই গানকে অস্কারের মঞ্চ পর্যন্ত নিয়ে আসার জন্য সকলের কাছে তিনি কৃতজ্ঞ বলে জানিয়েছেন। তিনি যখন কথা বলছিলেন তখন তাঁর চোখে-মুখে আনন্দ ঝরে পড়ছিল। শুধু তাই নয়, অস্কারের মঞ্চে গায়ক কাল ভৈরব ও হালু সিপলিগঞ্জ নাটু নাটু গানে লাইভ পারফরমেন্স করেন। এ বছরের অস্কার ইভেন্ট হয় আমেরিকার লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে।
আরও পড়ুন: Virat Kohli Girlfriends: প্রাক্তন মিস ইন্ডিয়া থেকে ব্রাজিলের নায়িকা, বিরাট- লাইফে নারী ক'জন?
রেড কার্পেটে হাঁটে আরআরআর টিম
রবিবার (ভারতীয় সময়) অস্কারের রেড কার্পেটে হাঁটেন আরআরআর টিম। প্রসঙ্গত, এসএস রাজামৌলি পরিচালিত পিরিয়ড ফিল্ম আরআরআর থেকে ‘নাটু নাটু’ গানটিতে সুর করেছেন এমএম কিরাভানি। আরআরআর দুই দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথম ভারতীয় চলচ্চিত্র যা অ্যাকাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। নাটু নাটু প্রথম ভারতীয় গান যা অস্কারে মনোনীত হওয়ার পর তা অস্কার জয়ও করল।
আরআরআর-এর সফলতা
দেশ-বিদেশে আরআরআর দারুণভাবে সাড়া ফেলেছে। এসএসএস রাজামৌলী পরিচালিত এই সিনেমা ভারতে ৭৫০ কোটি টাকার বেশি অর্থ সংগ্রহ করেছে। অপরদিকে গোটা বিশ্বের বাজারেও এই সিনেমা অভূতপূর্ব সংগ্রহ করে দেখিয়েছে। সব মিলিয়ে এই সিনেমা ১১০০ কোটির বেশি উপার্জন করেছে। এই সিনেমায় জুনিয়র এনটিআর ও রাম চরণকে প্রধান ভূমিকায় দেখা গিয়েছে। এছাড়া এই সিনেমায় অজয় দেবগণ, আলিয়া ভাটকে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে। এখানে উল্লেখ্য, নাটু নাটু গানটি ৮০তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জেতার পর মঞ্চে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সুরকার এমএম কীরাবানী।