scorecardresearch
 

Dhritishman in Gora 2: বড় পর্দার পর এবার ওটিটি-তে! রহস্য সমাধানে ঋত্বিককে সাহায্য করবে ধৃতিষ্মান?

Dhritishman in Gora 2: মিউজিক ভিডিওতে কাজ করার পর, ইতিমধ্যে বড় পর্দায় ডেবিউ করছে ধৃতিষ্মান। এবার সামনে এল আরেক বড় খবর। হইচই-র নতুন ওয়েব সিরিজ 'গোরা ২'-তে এবার দেখা যাবে শিশু শিল্পীকে। 

Advertisement
ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে ধৃতিষ্মান চক্রবর্তী (ছবি: সংগৃহীত) ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে ধৃতিষ্মান চক্রবর্তী (ছবি: সংগৃহীত)

মাত্র ৫ বছর বয়সেই ৫টি ভাষায় গান গেয়ে সকলকে চমকে দিয়েছিল এক শিশু। ইয়ংগেস্ট মাল্টিলিঙ্গুয়াল সিঙ্গার (Youngest Multilingual Singer)-র খেতাব পায় সে। প্রধানমন্ত্রীর তরফ থেকে রাষ্ট্রীয় বাল পুরস্কার ২০২২ (Pradhan Mantri Rashtriya Bal Puraskar 2022) দেওয়া হয় তাঁকে। এখন তাঁর বয়স সাত। গানের পাশাপাশি তার অভিনয় দক্ষতা দেখে মুগ্ধ সকলে। কথা হচ্ছে শিশুশিল্পী ধৃতিষ্মান চক্রবর্তীকে (Dhritishman Chakraborty) নিয়ে। 

বর্তমানে শাক্য নামে বেশি পরিচিত ধৃতিষ্মান। 'মিঠাই' (Mithai) ধারাবাহিকে সিদ্ধার্থ ও মিঠাইয়ের ছেলের চরিত্রে সকলের মন জয় করেছে সে। শেষ হয়েছে 'মিঠাই'-র জার্নি। মন খারাপ ফ্যানেদের একের পর এক সুখবর দিচ্ছে সে। মিউজিক ভিডিওতে কাজ করার পর, ইতিমধ্যে বড় পর্দায় ডেবিউ করছে ধৃতিষ্মান। এবার সামনে এল আরও এক বড় খবর। হইচই (Hoichoi)-র নতুন ওয়েব সিরিজ 'গোরা ২' (Gora 2)-তে এবার দেখা যাবে শিশু শিল্পীকে। 

ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty) অভিনীত 'গোরা' দারুণ সাফল্য পায়। এবার আসছে প্রাইফেট ডিটেক্টিভের গল্পের  সিজন ২। প্রথম সিজন পরিচালনা করেছিলেন সায়ন্তন ঘোষাল। দ্বিতীয় সিজনটি পরিচালনার দায়িত্ব সামলাবেন আরও এক গোয়েন্দা চরিত্র একেনের পরিচালক -জয়দীপ  মুখোপাধ্যায়। এই সিজনে ঋত্বিক চক্রবর্তী, সুহত্র মুখোপাধ্যায়, অনন্যা সেন ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মানালী দে, মিমি দত্ত, উষসী রায়ের মতো শিল্পীরা। এছাড়াও রয়েছে সকলের প্রিয় শাক্য। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে সিরিজের ট্রেলার। শ্যুটিং, ডাবিং শেষ হয়েছে প্রায় মাস খানেক আগে। আগামী ৩০ জুন থেকে স্ট্রিমিং হবে 'গোরা ২'। 

 

আরও পড়ুন

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by DHRITISHMAN CHAKRABORTY (@dhritishmanmimo)

Advertisement

 

খবর অনুযায়ী, উষসী রায়ের বোনপো-এর চরিত্রে অভিনয় করবে ধৃতিষ্মান। বাড়িতে একের পর এক ঘটে যাওয়া মৃত্যু রহস্য সমাধানে গোরাকে সাহায্য করবে সে। এর আগে হইচই-র 'গভীর জলের মাছ'-ওয়েব সিরিজে অভিনয় করেছে ধৃতিষ্মান। এরপর এসভিএফ মিউজিকের সদ্য মুক্তিপ্রাপ্ত মিউজিক ভিডিওতেও দেখা গেছে তাকে। এরপর এই সিরজে অভিনয়ের জন্য সরাসরি ফোন যায় প্রযোজনা সংস্থার তরফে। শোনা যাচ্ছে, সব কলাকুশলীদের চোখের মণি হয়ে উঠেছিল পর্দার শাক্য। সকলেই তার গান শুনেও প্রশংসা করেছেন। অফস্ক্রিনে ঋত্বিকের সঙ্গে ধৃতিষ্মানের ভাল বন্ডিং তৈরি হয়েছে।   

 

 

কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি 'অসুখ- বিসুখ' (Ashukh Bishukh) -এ অভিনয় করছে সকলের প্রিয় শাক্য। ছবিতে একটি অতি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন অঙ্কুশ হাজরা ও ইশা সাহা। এছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, সায়নী গুপ্তার মতো শিল্পীরা। ছবির চিত্রনাট্য লিখেছেন কৌশিক পুত্র উজান গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যে শুরু হয়েছে এই ছবিরও শ্যুটিং। সব ঠিক থাকলে এই বছরই মুক্তি পাবে ছবিটি।    

প্রসঙ্গত, ৫ বছর বয়সে অহমিয়া, সংস্কৃত, বাংলা, হিন্দি ও ইংরাজি - মোট ৫ টি ভাষায় নিপুণ ভাবে গান গেয়ে সবাইকে চমকে দিয়েছে ধৃতিষ্মান চক্রবর্তী। ইতিমধ্যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ২০২১-এ  নাম উঠেছে ক্ষুদের। সেখানে আর্ট এবং কালচার বিভাগে, প্রতিভার জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়।
 

Advertisement