কোভিড অতিমারীর সময় মূলত ডিজিটাল মাধ্যমকে (Digital Media) হাতিয়ার করে এগিয়েছে চলচ্চিত্র জগৎ। ওটিটি প্ল্যাটফর্মের গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। জনপ্রিয় বাংলা ওটিটি প্ল্যাটফর্ম (OTT Platform) হইচই (Hoichoi), ৭ বছরে পদার্পণ করল। সপ্তম বছরে পা রেখেই দর্শকদের জন্য হইচই উপহার দিতে চলেছে একগুচ্ছ নতুন কনটেন্ট।
নতুন ওয়েব সিরিজগুলিতে সৃজিত মুখোপাধ্যায়, দেবালয় ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়, রাহুল মুখোপাধ্যায়, সায়ন্তন ঘোষাল, সাহানা দত্তর মতো নির্মাতারা যুক্ত রয়েছেন। পুরনোদের সঙ্গে নতুনভাবে যুক্ত হচ্ছেন টলিপাড়ার অন্যান্য তাবড় শিল্পীরাও। বাংলা বিনোদনের জন্যে হইচই-র ঝুলিতে রয়েছে নানা চমক।
নতুন ওয়েব সিরিজ প্রসঙ্গে হইচই-এর চিফ অপারেটিং অফিসার সৌম্য মুখোপাধ্যায় জানালেন, "সপ্তম বছর শুরু করছি হইচই-র, এজন্যে আমরা খুবই এক্সাইটেট। ২৪ টা নতুন কনটেন্টের ঘোষণা করেছি আমরা। তার মধ্যে ১১টা খুব জনপ্রিয় চরিত্র রয়েছে। যেমন- 'একেন বাবু', 'ইন্দু', 'সম্পূর্ণা', 'বোধন'। এছাড়া যে ১৩ টা নতুন গল্প আসছে, সেগুলোর খুবই হাই সিনেমাটিক ভ্যালু থাকবে। মিমি চক্রবর্তী, চিরঞ্জিৎ চক্রবর্তীর মতো অভিনেতাদের এবার ওয়েব ডেবিউ হচ্ছে। এছাড়া ২ বছর পর হইচই-র ওয়ার্ল্ড ক্লাসিক সেগমেন্ট ফেরত আনছি। রোমিও- জুলিয়েট এবার নতুন ভাবে আসছে, যার সৃজনশীল পরিচালক অনির্বাণ ভট্টাচার্য। দর্শকদের অনেক ধন্যবাদ, তাদের প্রতিক্রিয়ার জন্যই আমরা এত শো বাড়াতে পেরেছি এভাবে।"
সাত রং, সাত সুর, সাত দিন, সাত আশ্চর্য, সাত মহাদেশ, সাত সমুদ্র, এবার সাত নম্বর season! #hoichoiSeason7
— Hoichoi (@hoichoitv) September 29, 2023
Here's presenting our new show announcements. #hoyejak!@iammony @VishnuMohta @shrikantmohta @soumyamukerji_ @SVFsocial
Watch now: https://t.co/99wuUBg3e3
'হইচই'-র নতুন কনটেন্ট (Hoichoi New Web Series)
দুর্গ রহস্য, টুংকুলুং-এ একেন, ইন্দু ৩, গভীর জলের মাছ, নষ্টনীড় ২, কেমিস্ট্রি মাসি, কলঙ্ক, ডাকঘর ২, গোরা ৩, আবার রাজনীতি, দাদুর কীর্তি, মধ্যরাতের অপেরা, বোধন ২, পর্ণশবরী সাপ, পরিণীতা, অন্তরমহল, সম্পূর্ণা ২, দেবী , তালমার রোমিও জুলিয়েট, যাহা বলিব সত্যি বলিব, অ্যাডভোকেট অচিন্ত আইচ, একুশের পা, লজ্জা, নিখোঁজ ২।
অভিনয়ে কারা রয়েছেন?
অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, রাহুল বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, ইশা সাহা, উষসী রায়, স্বস্তিকা দত্ত, অনন্যা সেন, সন্দীপ্তা সেন, সৌম্য বন্দ্যোপাধ্যায়, দেবশ্রী রায়, সুহত্র মুখোপাধ্যায়, দিতিপ্রিয়া রায়, কাঞ্চন মল্লিক, ঋত্বিক চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়, দিতিপ্রিয়া রায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, অনুসূয়া মজুমদার, সত্যম ভট্টাচার্য, সৃজলা গুহা, সন্দীপ্তা সেন, কৌশিক রায়, ইন্দ্রাসিস রায়, চিরঞ্জীত চক্রবর্তী, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু,অর্ণ মুখোপাধ্যায়, দেবচন্দ্রিমা সিংহ রায়, সৌরভ দাস, অর্পন ঘোষাল, সোহিনী সরকার, মিমি চক্রবর্তী, টোটা রায়চৌধুরী, প্রিয়াঙ্কা সরকার, স্বস্তিকা মুখোপাধ্যায়ের মতো শিল্পীরা অভিনয় করছেন।
পরিচালক কারা?
সৃজিত মুখোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায়, অদিতি রায়, সৌরভ চক্রবর্তী, অভ্রজিৎ সেন, রাহুল মুখোপাধ্যায়, দেবালয় ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়, সায়ন্তন ঘোষাল, চন্দ্রাশিস রায়, অর্পন গড়াই, অরিত্র সেন, অয়ন চক্রবর্তীর মতো পরিচালকরা পরিচালনা করবেন বিভিন্ন সিরিজগুলি।