Srijato Kapil Sharma: কপিল শর্মার শোতে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের লাইন ব্যবহার করে মস্করা। তীব্র প্রতিবাদ জানালেন শ্রীজাত। নেটফ্লিক্সে 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'-এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন কবি-গীতিকার।
বিতর্কের সূত্রপাত 'একলা চলো রে' গানের লাইন ব্যবহার করে জোকস বলাকে কেন্দ্র করে। নেটফ্লিক্সে শো-এর লেটেস্ট এপিসোডে অতিথি হিসাবে ছিলেন অভিনেত্রী কাজল ও কৃতি শ্যানন। সেই শোতেই একটি অংশে ছিলেন কৌতুক অভিনেতা কৃষ্ণ অভিষেক (Krushna Abhishek)। তিনি জ্যাকি শ্রফের অনুকরণ করে অতিথিদের সঙ্গে মজা করছিলেন। আর পাঁচটা কপিল শর্মা শো এপিসোডের মতোই।
কিন্তু তাল কাটল কৃষ্ণর একটি জোকে। হঠাৎই কাজলকে তিনি বলেন, পাঁচলা চলো রে... সঙ্গে সঙ্গে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তাঁকে সংশোধন করে কপিল শর্মা বলেন, 'ওটা একলা চলো রে'। তার উত্তরে কৃষ্ণ বলেন, 'না, একদিন আমি একলা চলছিলাম, আমাকে রাস্তায় কয়েকটা কুকুর এসে কামড়ে দিয়েছিল।'
শ্রীজাত তো বটেই, কমেন্টে অনেক দর্শক-সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরই এভাবে রবীন্দ্রসঙ্গীতের লাইন ব্যবহার করে স্ল্যাপস্টিক কমেডি অসম্মানজনক বলে উল্লেখ করেছেন।
শ্রীজাত তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, '...‘একলা চলো রে’ গানটি নিয়ে কৃষ্ণ অভিষেক যে-ব্যাঙ্গাত্মক অঙ্গভঙ্গি ও কথাবার্তার উদ্রেক করেছেন, তা সম্মান ও শালীনতার মাত্রা ছাড়িয়ে বহুদূর চলে গেছে, অন্তত আমার চোখে।'
এই জাতীয় শো-এর ক্ষেত্রে সঞ্চালক বা উপস্থাপকরা যে নিজেরা স্ক্রিপ্ট লেখেন না, সেই কথাও স্বীকার করেছেন শ্রীজাত। এমন ক্ষেত্রে চিত্রনাট্যকারদের টিম শো-এর বিভিন্ন স্ক্রিপ্ট, জোকস লিখে দেন। কিন্তু তাঁরাই বা কীভাবে এমনটা লিখলেন, এবং সেটা কীভাবে এডিট হয়ে প্রকাশ হল, তাই নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রীজাত। এটি বাঙালি তথা সমগ্র সৃজনশীল মানুষের অপমান বলেও উল্লেখ করেছেন কবি।
'আইনের পথে হাঁটব'
শো নির্মাতাদের এই নির্দিষ্ট অংশ বাদ দিয়ে পুনরায় শো সম্প্রচার করতে এবং নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন শ্রীজাত। বলেছেন, 'আমি আমার প্রতিবাদ জানাচ্ছি এবং ‘The Great Indian Kapil Show’-এর পক্ষ থেকে প্রকাশ্যে ক্ষমাপ্রার্থনা’র দাবিও জানাচ্ছি। সেইসঙ্গে উল্লিখিত পর্বের ওই অংশটি পুনর্সম্পাদনা করবার দাবিও থাকল।'
ডেডলাইন...
শ্রীজাত জানিয়েছেন, ইতিমধ্যেই অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে তাঁর কথা হয়েছে। বলেছেন, 'আজ থেকে এক সপ্তাহ, অর্থাৎ ৭ নভেম্বর, ২০২৪-এর মধ্যে আমার দাবিগুলি গৃহীত, বিবেচিত এবং পূর্ণ না-হলে আমি আইনের পথে হাঁটব। বাংলা ভাষার একজন শব্দশ্রমিক হিসেবেই হাঁটব। আর কেউ আমার সঙ্গে না-থাকলেও হাঁটব। কেননা রবীন্দ্রনাথ তো বলেইছেন, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে’!'
দেখুন তাঁর পোস্ট:
কমেন্টে অনেকেই শ্রীজাতর দাবিতে সমর্থন জানিয়েছেন। অনেকেই কপিল শর্মা শো নিয়ে তীব্র সমালোচনা করেছেন। এর পাশাপাশি অনেকে শ্রীজাত কপিল শর্মা শো-এর অনুরাগী জেনে বিষ্ময়ও প্রকাশ করেছেন।
এই বিষয়ে আপনার কী মতামত? জানান কমেন্টে।