scorecardresearch
 

Soumitrisha Kundoo As Bride: সিঁথি ভর্তি সিঁদুর- কনের বেশে সৌমিতৃষা, কাউকে না জানিয়েই চুপিচুপি বিয়ে সারলেন?

Soumitrisha Kundoo: কনের বেশে একগুচ্ছ ছবি নিজের সোশ্যাল পেজে শেয়ার করেছেন নায়িকা। কবে বিয়ে করলেন তিনি? পাত্র কে? কাউকে না জানিয়ে চুপিচুপি বিয়ে সারলেন? সকলের মনে ঘুরছে বেশ কয়েকটি প্রশ্ন। 

Advertisement
সৌমিতৃষা কুণ্ডু (ছবি: ইনস্টাগ্রাম) সৌমিতৃষা কুণ্ডু (ছবি: ইনস্টাগ্রাম)

পরনে লাল টুকটুকে শাড়ি, মাথায় লাল ওড়না, শোলার মুকুট, গা ভর্তি সোনালি গয়না, গলায় রজানীগন্ধার মালা, হাতে শাঁখা- পলা এবং সিঁদুরে রাঙা সিঁথি। এইভাবেই সকলের সামেন এলের নববধূ সৌমিতৃষা কুণ্ডু। কনের বেশে একগুচ্ছ ছবি নিজের সোশ্যাল পেজে শেয়ার করেছেন নায়িকা। কবে বিয়ে করলেন তিনি? পাত্র কে? কাউকে না জানিয়ে চুপিচুপি বিয়ে সারলেন? সকলের মনে ঘুরছে বেশ কয়েকটি প্রশ্ন। 

মিঠাইরানিকে বধূ রূপে দেখে দারুণ খুশি অনুগামীরা। তবে সব প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি নিজেই। ক্যাপশনে লিখে দিয়েছেন উত্তর, যাতে কারও ভুল না হয়। আসলে ডেবিউ ওয়েব সিরিজ 'কালরাত্রি'-র জন্যে এভাবে সেজেছেন। এবার তিনি ধরা দেবেন দেবী রূপে। অর্থাৎ তাঁর চরিত্রের নাম দেবী। শুক্রবার প্রথম সিজনের শ্যুটিং শেষ হওয়ার পর অভিনেত্রী সকলের সঙ্গে বেশ কিছু লুক ভাগ করে নিয়েছেন।  

 

 

বাংলা ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত মুখ সৌমিতৃষা কুণ্ডু । ছোট পর্দা থেকে বিনোদন জগতে হাতে খড়ি এবং পরিচিতি হলেও এখন তিনি বড় পর্দারও নায়িকা। এবার সে তালিকায় যোগ হয়েছে আরও একটি মাধ্যম। ওটিটি প্ল্যাটফর্মে ডেবিউ করতে চলেছেন বাংলা টেলিভিশনের মিঠাই। প্রথম সিরিজেই রয়েছে বড় চমক। মুখ্য চরিত্রে রয়েছেন সৌমিতৃষা। তাঁকে কেন্দ্র করেই এগোবে গল্প। নারীকেন্দ্রিক সিরিজটির নাম 'কালরাত্রি'।  

Advertisement

 

 
হইচই- বাংলা ওটিটি প্ল্যাটফর্মে আসছে অয়ন চক্রবর্তী পরিচালিত এই নতুন ওয়েব সিরিজ। সৌমিতৃষা কুণ্ডু ছাড়াও রয়েছেন টলিপাড়ার একঝাঁক চেনা মুখ। ইন্দ্রাশিস রায়, রাজদীপ গুপ্ত, রূপঞ্জনা মিত্র, সৈরীতি বন্দোপাধ্যায়, অনুজয় চট্টোপাধ্যায়ের মতো শিল্পীদের দেখা যাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে। 

প্রকাশ্যে আসা লুকে দেখা যায়, সৌমিতৃষার মুখে নেই হাসি বা উচ্ছ্বাস। বরং চোখে- মুখে ফুটে উঠেছে উদ্বেগ- দুশ্চিন্তা- অজানা ভয়। বিয়ের দিন হঠাৎ কী এমন হল, যে এতটা হতবাক দেবী (সৌমিতৃষার চরিত্রের নাম)। আসলে দেবীর বিয়ের দিন তার বান্ধবী এক অদ্ভুত ভবিষ্যদ্বাণী করে। সে জানতে পারে হবু স্বামীর মৃত্যুর সম্ভাবনা রয়েছে রহস্যজনকভাবে। যত সময় এগোবে, ধীরে ধীরে রহস্য আরও ঘনিয়ে উঠবে।  কোন বিপদ আসতে চলেছে তার জীবনে? সমস্যার কীভাবে মোকাবিলা করবে সে? এই সব প্রশ্নের উত্তর মিলবে 'কালরাত্রি' সিরিজে।  

প্রসঙ্গত, সৌমিতৃষা কুণ্ডু অভিনয় শুধু করেছিলেন নেতিবাচক চরিত্রে। ২০১৬ থেকে ২০১৮ সালে 'এ আমার গুরুদক্ষিণা' ধারাবাহিকে ঝিল্লি চরিত্রে অভিনয় করেন তিনি। অভিনেত্রী নজরে আসতে শুরু করেন 'কনে বৌ'-এ মুখ্য চরিত্র কলি সেনের ভূমিকায় অভিনয় করে। তবে 'মিঠাই'-র মাধ্যমেই তিনি পৌঁছে যান সাফল্যের শিখরে। 'মিঠাই' শেষ হওয়ার পরই বড় পর্দায় ডেবিউ। 'প্রধান'-এ দেবের স্ত্রী রোমির চরিত্রে তাঁকে দেখা যায়।। ছবিতে ধরা পড়েছে দেব- সৌমিতৃষার মিষ্টি রসায়ন। এমনকী ছবিতে তাঁর অভিনয়ও খুবই প্রশংসিত। এরপর আরও একটি ছবির কাজ শুরু করেন সৌমিতৃষা। '১০-ই জুন'-এ তাঁকে দেখা যাবে সৌরভ দাসের সঙ্গে। দর্শকদের অনেকেই অপেক্ষায় ছিলেন তাঁকে ফের পর্দায় দেখার জন্য। এই খবর সেই সমস্ত অনুরাগীদের জন্য নিঃসন্দেহে দারুণ আনন্দের।     


 

Advertisement