রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে টাকা উদ্ধার প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন অভিনেতা-বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। বললেন, 'আমি ভয়ে আছি। আমারও অনেক বান্ধবী ছড়িয়ে-ছিটিয়ে আছে। এই তো এখানেও আছে। এখন তাঁদের বাড়িতে রেইড হলে যদি টাকা বেরিয়ে আসে!'
রবিবার পূর্ব মেদিনীপুরের মেচেদায় বিদ্যাসাগর সভা লাইব্রেরিতে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে যোগ দেন বারাসতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। সেখানে গানও করেন তিনি। অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন।
আরও পড়ুন : 'অন্য কাউকে দেওয়া হোক,' বঙ্গবিভূষণ নিচ্ছেন না অমর্ত্য
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চিরঞ্জিত বলেন, 'আমি ভয়ে আছি। আমারও অনেক বান্ধবী ছড়িয়ে-ছিটিয়ে আছে। এই তো এখানেও আছে। এখন তাঁদের বাড়িতে রেইড হলে যদি টাকা বেরিয়ে আসে!' রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, চিরঞ্জিত আসলে এই মন্তব্য করে কটাক্ষ করেছেন বিজেপি-কে।
চিরঞ্জিত আরও বলেন, 'দল যা বলার বলেছে। বিজেপি এমন অনেক কিছুই করতে পারে। বিজেপির চক্রান্ত এটা বলছি না। কোথাও একটা ত্রুটি আছে তা সত্যি। তবে বিজেপি এটাকে বড় করে দেখাচ্ছে। পাবলিক-মিডিয়ার কাছে বড় করে তুলে ধরছে। ওদের পরিকল্পনা হল, কোনওভাবে যদি দলটাকে দুর্বল করা যায়।'
অভিনেতা-বিধায়ক আরও বলেন, 'সামনে ভোট আসছে। ২০২৪-এ ভোট রয়েছে। এরপর আবার ২০২৬-এ। একুশের ভোটে ওরা কিছু করতে পারেনি। তাই ভোটে জেতার জন্য চক্রান্ত করে এসব করছে।'
তবে পার্থ চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ফোন করেছিলেন সেই প্রসঙ্গে অভিনেতাকে প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে যান।