টলিউডের এক তরুণ পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করলেন এক অভিনেত্রী। কাঠগড়ায় পরিচালক বাপ্পা। শুক্রবার সকালে নিজের ফেসবুকে অভিনেত্রী
সুকন্যা দত্ত লিখেছেন,পরিচালক বাপ্পা তাঁকে প্রস্তাব দিয়েছেন,ছবিতে অভিনয় করতে গেলে বোল্ড সিনের ওয়ার্কশপ করতে হবে। পরিচালকের সঙ্গে কথোপকথনের স্ক্রিনশটও পোস্ট করেছেন।
বিজয়িনী, দীপ জ্বেলে যাই-এর মতো ধারাবাহিকে অভিনয় করেছেন সুকন্যা। তিনি ফেসবুকে অভিযোগ করেছেন,বাপ্পা তাঁকে নিজে থেকে ফেসবুকে মেসেজ পাঠিয়ে কাজের প্রস্তাব। নিজেই দেখা করার কথা বলেন। অভিনেত্রীর দাবি,বাপ্পা তাঁকে বোল্ড সিনের ওয়ার্কশপ করার প্রস্তাব দেন। সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পরেও নানা ভাবে যৌন ইঙ্গিতবাহী কথা বলতে থাকেন।
ফেসবুকে অভিনেত্রীর এমন অভিযোগের পর শোরগোল পড়ে গিয়েছে। তিনি বলেন,'অনেক বারই আমায় বাইরে দেখা করতে বলেছেন। আমি এক দিন ওঁর স্টুডিয়োর বাইরে দেখা করি। ঘনিষ্ঠ এবং যৌনদৃশ্যে ওয়ার্কশপ করার প্রস্তাবও দেন।'
অভিনেত্রীর অভিযোগ উড়িয়ে দিয়েছেন বাপ্পা। তাঁর দাবি, সুকন্যাকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। সদ্য কাজ শুরু করেছেন। আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান।
আরও পড়ুন- ধনতেরাস থেকে বাম্পার কামাই ৫ রাশির, সদয় বিলাস-বৈভবের গ্রহ