scorecardresearch
 

Tollywood Gossip: অস্কারের দৌড়ে ইমন-বিক্রম ঘোষ, 'আদৌও কি মনোনয়ন পেয়েছে?' প্রশ্ন 'কাবুলিওয়ালা' পরিচালকের

Tollywood Gossip: মঙ্গলবার সকাল থেকেই বাংলা ইন্ডাস্ট্রিতে খুশির হাওয়া। শোনা গিয়েছিল, ২০২৫ সালের অস্কারে গিয়েছে গায়িকা ইমন চক্রবর্তী ও সুরকার বিক্রম ঘোষের গান। আর এই খবর আসা মাত্রই ইমন ও বিক্রমকে ঘিরেই যাবতীয় খবর। মোদ্দা কথা মঙ্গলবারের শিরোনাম দখল করেছিলেন ইমন ও বিক্রম।

Advertisement
পরিচালক সুমন ঘোষ কী লিখলেন সোশ্যাল মিডিয়ায়? পরিচালক সুমন ঘোষ কী লিখলেন সোশ্যাল মিডিয়ায়?
হাইলাইটস
  • শোনা গিয়েছিল, ২০২৫ সালের অস্কারে গিয়েছে গায়িকা ইমন চক্রবর্তী ও সুরকার বিক্রম ঘোষের গান।

মঙ্গলবার সকাল থেকেই বাংলা ইন্ডাস্ট্রিতে খুশির হাওয়া। শোনা গিয়েছিল, ২০২৫ সালের অস্কারে গিয়েছে গায়িকা ইমন চক্রবর্তী ও সুরকার বিক্রম ঘোষের গান। আর এই খবর আসা মাত্রই ইমন ও বিক্রমকে ঘিরেই যাবতীয় খবর। মোদ্দা কথা মঙ্গলবারের শিরোনাম দখল করেছিলেন ইমন ও বিক্রম। তবে ওই যে কথায় আছে না বাঙালি বাঙালিদের শত্রু। ইমন ও বিক্রম ঘোষকে নিয়ে মাতামাতির মধ্যেই কাবুলিওয়ালা পরিচালক সুমন ঘোষ সোশ্যাল মিডিয়ায় করলেন ছোট্ট পোস্ট। আর তা নিয়ে আবারও হইচই শুরু টলিপাড়াতে।

সুমন ঘোষ তাঁর এই পোস্টের মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ইমন ও বিক্রম ঘোষের দুটো গান সবেমাত্র ঝাড়াই-বাছাই পর্বে রয়েছে। মনোনয়ন পায়নি। পরিচালক বলেন, আদৌ কি অস্কারে মনোনয়ন পেয়েছে এই দুটো গান? আমরা কি নিশ্চিত এই ব্যাপারে? এই দুটো গান তো সবে ঝাড়াই-বাছাইপর্বে রয়েছে! এটুকুই। এখনও মনোনয়ন পায়নি। এমনি মনোনয়ন পর্বের ভোটাভুটিও শুরু হয়নি। শর্টলিস্ট তো ঘোষণা হবে ১৭ ডিসেম্বর। তবে হ্যাঁ, ইমন ও বিক্রমদার কাজ যদি মনোনয়ন পায় অস্কারে খুব খুশি হব। কারণ আমি ইমনের গানের ভক্ত এবং বিক্রমদা আমার সহকর্মী। এই প্রশ্নের পাশাপাশি পরিচালক সংবাদমাধ্যগুলিকে খোঁচা দিতেও ছাড়েননি। 

ছবি সৌজন্যে: ফেসবুক

তবে পরিচালকের এই পোস্টের পরই কমেন্টে গর্জে উঠেছেন বিক্রম ঘোষ। তিনি পরিচালককে বলেন, হয়ত তুমি ঠিক এটা মনোনয়ন পাওয়া নয়, কিন্তু এটা শুধুমাত্র এলিজেবল ক্যাটাগরিতে বলাটাও তোমার থেকে আশা করিনি। এটা আমার কাছে খুবই বিশেষ এবং একজন বন্ধু ও সহকর্মী হিসাবে তোমার থেকে এটা আশা করতে পারেনি। প্রসঙ্গত, সারা বিশ্ব থেকে ৮৯টি গান ও ১৪৬টি আবহসঙ্গীতকে বেছে নেওয়া হয়েছে এই অস্কারের দৌড়ে। আর সেখানেই রয়েছে ইমন ও বিক্রম ঘোষের গান। এখন চলছে ঝাড়াই-বাছাই পর্ব। 

আরও পড়ুন

Advertisement
ছবি সৌজন্যে: ফেসবুক

জানা গিয়েছে, পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের ছবি পুতুল-এর ইতি মা গানটিই স্থান করে নিয়েছে অস্কারের তালিকায়। এই গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী।   শিশু দিবসের উপলক্ষে এই গান মুক্তি পেয়েছিল ১৪ নভেম্বর। এর পাশাপাশি এই তালিকায় জায়গা করে নিয়েছিল 'ব্যান্ড অফ মহারাজা' ছবির নিয়েছিল বিক্রম ঘোষের সুরে 'ইশক ওয়ালা ডাকু' গানটি। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় দুই বাঙালি তাঁদের আনন্দ শেয়ার করে নিয়েছেন সকলের সঙ্গে।

১ নভেম্বরের মধ্যেই অস্কারের মৌলিক গানের সমস্ত নমিনেশন জমা পড়েছিল। চূড়ান্ত ভোটিং পর্ব শুরু হবে আগামী ৯ ডিসেম্বর থেকে। আগামী ৩ মার্চ লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের আসর। সেখানে ইমনের গান অস্কার পায় কিনা এখন সেই দিকেই নজর সকলের। যদিও ইমন জানিয়েছেন যে তিনি এতটাও প্রত্যাশা করেন না।

TAGS:
Advertisement