scorecardresearch
 

'ফাইভ স্টার হোটেলে ডাক্তার নেই কেন?,' KK-মৃত্যুতে প্রশ্ন দেবাংশুর

একটি পোস্টে দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya) লিখেছেন, 'জীবন কতটা অনিশ্চিত। নজরুল মঞ্চে অনুষ্ঠান শেষে প্রয়াত গায়ক কেকে। উনি ঢোকার জাস্ট আগেই ঘুরে এলাম, আরেকটু থেকে এলে দেখাটাও হত হয়ত শেষবারের মতো।' 

Advertisement
দেবাংশু ভট্টাচার্য দেবাংশু ভট্টাচার্য
হাইলাইটস
  • কেকের মৃত্যুতে হোটেলের ভূমিকা নিয়ে প্রশ্ন
  • প্রশ্ন তুললেন দেবাংশু
  • মতামত জানালেন সোশ্যাল মিডিয়ায়

ভক্তদের কাঁদিয়ে হঠাৎই চলে গেলেন সঙ্গীত শিল্পী কেকে (KK)। তবে তাঁর এই আকস্মিক প্রয়াণ অনেক প্রশ্ন তুলে দিয়েছে। কেই কেউ অডিটোরিয়ামের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলছেন। কেউ আবার দুষছেন আয়োজকদের অব্যাবস্থাকে। মতামত দিয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্বরাও। এরইমাঝে সরব হলেন তৃণমূলের মুখপাত্র দেবাংশ ভট্টাচার্যও। 

ফেসবুকে তৃণমূলের মুখপাত্র প্রশ্ন তুলেছেন,"গ্র্যান্ডের মত এমন একটি ফাইভ স্টার হোটেলে চিকিৎসক নেই? তাহলে কীসের ফাইভ স্টার? লাখ লাখ টাকা বিল করেন অথচ চিকিৎসক রাখতে পারেন না পয়সা দিয়ে?" শুধু তাই নয়, দেবাংশু ভট্টাচার্যের আরও প্রশ্ন, "কাছাকাছি এত হাসপাতাল থাকতে অত দূরে কি না নিয়ে গেলেই হচ্ছিল না? তার টিমের লোকেদের এই অদ্ভুত বুদ্ধি কে দিয়েছিল? সময়টাই এ ক্ষেত্রে মূল, গোল্ডেন টাইম পেরিয়ে গেলে আর কিছু করার থাকে না।" 

আবার অপর একটি পোস্টে দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya) লিখেছেন, "জীবন কতটা অনিশ্চিত। নজরুল মঞ্চে অনুষ্ঠান শেষে প্রয়াত গায়ক কেকে। উনি ঢোকার জাস্ট আগেই ঘুরে এলাম, আরেকটু থেকে এলে দেখাটাও হত হয়ত শেষবারের মতো।" 

মঙ্গলবারই নজরুল মঞ্চে জীবনের শেষ অনুষ্ঠান করেন সঙ্গীত শিল্পী কেকে। অনুষ্ঠানের পরেই অসুস্থ বোধ করেন তিনি। তড়িঘড়ি তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনায় আজ তাঁর দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। দেহ নিয়ে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে পরিবার।  

আরও পড়ুনচলে গেলেন কেকে, শ্রোতাদের 'ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল'


 

Advertisement