scorecardresearch
 

Dev on Resignation: 'এবারে হয়তো নাও দাঁড়াতে পারি', দল-রাজনীতি নিয়ে অবস্থান আরও স্পষ্ট করলেন দেব

দেব-জল্পনা নিয়ে গত কয়েকদিন ধরেই সরগরম রাজ্য রাজনীতি থেকে বিনোদন জগত। প্রসঙ্গত, কয়েকদিন আগেই ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সহ তিনটি পদ থেকে ইস্তফা দেন তৃণমূল সাংসদ দেব৷ এর পরই তিনি আর ঘাটাল থেকে ভোটে লড়বেন কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয় রাজনৈতিক মহলে৷

Advertisement
দেব-জল্পনা নিয়ে গত কয়েকদিন ধরেই সরগরম রাজ্য রাজনীতি থেকে বিনোদন জগত। দেব-জল্পনা নিয়ে গত কয়েকদিন ধরেই সরগরম রাজ্য রাজনীতি থেকে বিনোদন জগত।


দেব-জল্পনা নিয়ে গত কয়েকদিন ধরেই সরগরম রাজ্য রাজনীতি থেকে বিনোদন জগত। প্রসঙ্গত, কয়েকদিন আগেই ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সহ তিনটি পদ থেকে ইস্তফা দেন তৃণমূল  সাংসদ দেব৷ এর পরই তিনি আর ঘাটাল থেকে ভোটে লড়বেন কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয় রাজনৈতিক মহলে৷ গতকাল সংসদ তাঁর বসার আসনের একটি ছবি দিয়ে ইঙ্গিতপূর্ণ ভাবে নিজের ইনস্টাগ্রাম পোস্টে দেব লেখেন, আর মাত্র কয়েক ঘণ্টা! দেবের এই পোস্টের পরই তাঁর রাজনৈতিক জীবনের ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়৷ বৃহস্পতিবার লোকসভায় ভাষণ দেন দেব। আর সেখানে তিনি যে মন্তব্য করেন, তাতে জল্পনা আরও বেড়ে যায়। 

বৃহস্পতিবার সংসদে দেব বলেন, ‘ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে আমি প্রথমবার বলেছিলাম পার্লামেন্টে (সংসদ)। আজ পার্লামেন্টে আমার শেষদিন। আজও ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে বলতে চাইছি। ১৯৫০ সাল থেকে এই ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে আলোচনা চলছে। ঘাটালের মানুষের অনেকদিনে কষ্ট, বেদনা আছে। আপনার মাধ্যমে আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই যে এটা কোনও তৃণমূল -বিজেপির সমস্যা নয়।টা বাংলার সমস্যা। বন্যার জেরে ঘাটালের মানুষের খুব দুর্ভোগ হয়। তাই আমি আপনার মাধ্যমেই প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানাতে চাই সাংসদ হিসেবে আমি থাকি বা না থাকি, ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন বাস্তবায়িত হয়। ঘাটালের প্রতিটা মানুষ যেন ভালো থাকে। যাঁরা আমাকে ভোট দিয়েছেন তাঁদেরকেও ধন্যবাদ। যাঁরা আমাকে ভোট দেননি তাঁদেরকেও ধন্যবাদ।'

তবে এদিন রাতেই সব জল্পনার অবসান ঘটালেন টলিউড সুপারস্টার। সাংবাদিকদের প্রশ্নের মুখে দেব বলেন, তিনি আদৌ দল ছাড়ছেন না।  লোকসভার অধিবেশন শেষে এদিনই  কলকাতায় ফেরেন দেব,  বিমানবন্দরে তাঁকে প্রশ্ন করা হয়, আপনি সাংসদ পদ ছাড়ছেন? দেব উত্তর দেন, ‘তোমরা যদিও তোমাদের কথা আমার মুখে বসাও, কী করে হবে? আমি দল ছাড়তে যাবই বা কেন? আমি অন্য দলে যেতে যাবই বা কেন?’ দেব এদিন সরাসরি জানান, কেন রিজাইন করব? দল ছাড়ছেন? প্রশ্নের উত্তরে দেবের উত্তর, ‘কে বলল?’

আরও পড়ুন

Advertisement

যদিও ইস্তফার সম্ভাবনা উড়িয়ে দিয়ে দেব এ দিন বলেন, ‘কে বলল আমি ইস্তফা দিচ্ছি? কেনই বা ইস্তফা দিতে যাব?’ তবে তিনি যে এবার ভোটে দাঁড়াবেন, সেই নিশ্চয়তাও দেননি৷ বরং এ বিষয়ে যে এখনও তিনি দোলাচলে রয়েছেন এবং ভোটে না দাঁড়ানোর সম্ভাবনাও রয়েছে, তা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল সাংসদ৷ দেব বলেন, ‘আজকে সত্যিই সাংসদ হিসেবে এবারের কার্যকালের শেষ দিন  ছিল । আমি ভোটে দাঁড়াব কি দাঁড়াব না জানি না। হ্যাঁ মাথায় কিছু চলছে, আমি মিথ্যে বলব না। এবারে হয়তো নাও দাঁড়াতে পারি। আমার কাছে সম্পর্ক আসল। আমার সঙ্গে দিদির কথা হয়েছে। আমি আমার মনের কথা দিদিকে বলেছি।’ সংসদে তাঁর বক্তৃতার ব্যাপারে দেব জানান, মানুষের কথা বলেছি। আমার মনে হয় না শেষ ১০ বছর এমন কোনও কথা বলেছি। পদে থাকি বা না থাকি। কাজ করার জন্যে পদ লাগে বলে মনে করি না। ২০২৪ লোকসভা ভোট দিদির উপর নির্ভর করছে। আমার দলের নেত্রী। ১০ বছর ধরে কথা হচ্ছে।

বুধবারই  বিজেপি নেতা এবং অভিনেতা রুদ্রনীল ঘোষ দাবি করেছিলেন, দেবের সঙ্গে বিজেপির এক নেতার কথা হয়েছে৷ এদিন রুদ্রনীলকেও জবাব দিয়েছেন তৃণমূলের তারকা সাংসদ৷ দেব বলেন, ‘ও হয়তো আমার থেকে বেশি জানে৷ আমার সঙ্গে সত্যিই কারও কথা হয়নি৷ পদে থাকি বা না থাকি, কাজ করার জন্যে পদ লাগে বলে মনে করি না। ২০২৪-এর লোকসভা ভোটে দাঁড়াব কি না তা দিদির উপর নির্ভর করবে।’

Advertisement