scorecardresearch
 

Khadaan Update: দর্শকদের জন্য বিশেষ উপহার, 'খাদান' নিয়ে বড় আপডেট দিলেন দেব

Khadaan Update: খাদান ছবিতে ডবল ধামাকা যে আসতে চলেছে তা আগেই জানা গিয়েছিল। ইতিমধ্যেই টলি পাড়া সূত্রের খবর, পরিচালক সঞ্জয় রিনো দত্তর নতুন এই ছবিতে দেবের দ্বৈত ভূমিকা থাকবে। অভিনেতা একাই হবেন বাবা ও ছেলে। শুধু তাই নয়, সেই সময় শোনা গিয়েছিল এই সিনেমায় নাকি দেখা যেতে পারে যিশু সেনগুপ্তকে।

Advertisement
খাদান খাদান
হাইলাইটস
  • খাদান ছবিতে ডবল ধামাকা যে আসতে চলেছে তা আগেই জানা গিয়েছিল।

খাদান ছবিতে ডবল ধামাকা যে আসতে চলেছে তা আগেই জানা গিয়েছিল। ইতিমধ্যেই টলি পাড়া সূত্রের খবর, পরিচালক সঞ্জয় রিনো দত্তর নতুন এই ছবিতে দেবের দ্বৈত ভূমিকা থাকবে। অভিনেতা একাই হবেন বাবা ও ছেলে। শুধু তাই নয়, সেই সময় শোনা গিয়েছিল এই সিনেমায় নাকি দেখা যেতে পারে যিশু সেনগুপ্তকে। যদিও সেই সময় নির্মাতারা এই বিষয়ে মুখ খোলেননি। তবে রবিবার দেবের ইন্ডাস্ট্রিতে ১৮ বছর সম্পূর্ণ করার দিনই সামনে এল বড় খবর। খাদান ছবিতে যিশু যে থাকছেন তা নিয়ে আর কোনও সংশয়ই রইল না। 

রবিবার যিশু সেনগুপ্তের মোশন পোস্টার সামনে নিয়ে আসেন দেব। প্রকাশ করলেন ‘খাদান’ ছবিতে যিশুর ফার্স্ট লুক। সেখানে যিশুকে পিছন থেকে দেখা যাচ্ছে। পরনে ধুতি ও পাঞ্জাবি। গলায় ঝুলছে শ্রীখোল। তাঁর চরিত্র প্রসঙ্গে লেখা হয়েছে, ‘‘কৃষ্ণ সুদামার কসম, দোস্ত যখন বলেছি, দোস্তোর জন্য জান দিতেও পারি, লিতেও পারি।’’ অনুমান করা যায় এই ছবিতে দেবের বন্ধুর চরিত্রে অভিনয় করবেন যিশু। টলিপাড়ায় আগেই খবর ছিল কয়লাখনি অঞ্চলের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন ‘খাদান’ তৈরি করতে চলেছেন দেব। প্রযোজনায় সুরিন্দর ফিল্মস।

ইতিমধ্যেই দেব আসানসোলে কয়লা খনিতে এই ছবির শ্যুটিংয়ের জন্য রেইকি করে এসেছেন। কলকাতার বাইরে কোনও কয়লা খনিতেই এই ছবির শ্যুটিং যে হবে সেটা আগে থেকেই জানা ছিল। ছবির শ্যুটিং কিছুদিনের মধ্যেই শুরু করে দেওয়া হবে। টলিউডে যিশু সেনগুপ্ত শীর্ষ অভিনেতাদের মধ্যে একজন। তাঁর অভিনয় নিয়ে আলাদা করে বলার কিছুই নেই। দশম অবতার ছবিতে যিশুর সিরিয়াল কিলারের চরিত্রটি দারুণভাবে প্রশংসিত হয়। টলিউডের গণ্ডি পেরিয়ে যিশু এখন বলি পাড়াতেও কাজ করছেন। 

Advertisement

সম্প্রতি চল্লিশ ছুঁয়েছেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিনেতা দেব যেন আরও পরিণত হয়ে উঠছেন। বছর খানেক ধরেই বিভিন্নরকম ছকভাঙা চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট শুরু করেছেন। ব্যোমকেশ থেকে বাঘাযতীন সবেতেই দেব নিজেকে ভেঙে গড়েছেন। খাদান ছবি নিয়েও সেরকমই কিছু প্রত্যাশা রয়েছে দর্শকদের। যিশু ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বনি সেনগুপ্ত ও বরখা বিস্ত, ইধিকা পাল। আগামী মার্চ-এপ্রিল নাগাদ এই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

Advertisement