scorecardresearch
 

Ranga Bou Serial: TRP-তে সেরা দশ থেকে ছিটকে যেতেই বন্ধ হবে 'রাঙা বউ'? শ্রুতি- গৌরবের মেগা নিয়ে জল্পনা

Bangla Serial: বহুক্ষেত্রে মাত্র কয়েক মাসের মধ্যেই বন্ধ হচ্ছে সিরিয়াল। সেরকমই আরও এক ধারাবাহিকের শেষ হওয়ার জল্পনা শোনা যাচ্ছে স্টুডিও পাড়ায়। শেষ হবে জি বাংলার 'রাঙা বউ'।

Advertisement
'রাঙা বউ' সিরিয়ালের দৃশ্য 'রাঙা বউ' সিরিয়ালের দৃশ্য

বাংলা টেলিভিশনে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। পুরনো মেগার গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট,পাল্টাচ্ছে সম্প্রচারের সময়। শুরু হচ্ছে একাধিক নতুন ধারাবাহিক। শেষ হচ্ছে বেশ কয়েকটি মেগা। বহুক্ষেত্রে মাত্র কয়েক মাসের মধ্যেই বন্ধ হচ্ছে সিরিয়াল। সেরকমই আরও এক ধারাবাহিকের শেষ হওয়ার জল্পনা শোনা যাচ্ছে স্টুডিও পাড়ায়। শেষ হবে জি বাংলার 'রাঙা বউ'।

 ২০২২ সালের ডিসেম্বর মাসে শুরু হয়েছিল কুশ- পাখির জার্নি। খবর অনুযায়ী, আগামী ৯ ডিসেম্বর, শনিবার হবে 'রাঙা বউ'-র শেষ দিনের শ্যুটিং। শুরুর পর থেকেই দর্শকের মনের কাছে পৌঁছাতে পারে এই মেগা। সে প্রমাণ মিলেছে টিআরপি-তে। এমনকী দীর্ঘদিন প্রথম পাঁচে ছিলে এই ধারাবাহিক। তবে গত এক মাসে রেটিং খারাপ হতে শুরু করে। প্রকাশ্যে আসা শেষ দুটি রেটিং চার্টে প্রথম দশে থাকতে পারেনি 'রাঙা বউ'। দু'সপ্তাহ সেরা দশ থেকে ছিটকে গিয়েই, বন্ধ হবে ধারাবাহিক? প্রশ্ন উঠছে টেলিপাড়ার অন্দরেই। 

স্বর্ণেন্দু সমাদ্দারের পরিচালনায়, ক্রেজি আইডিয়া প্রোডাকশনের ব্যানারে চলছিল 'রাঙা বউ'। ধারাবাহিকে জুটি বেঁধেছিলেন শ্রুতি দাস ও গৌরব রায়চৌধুরী। এর আগে 'ত্রিনয়নী' ধারাবাহিকেও জুটিতে দেখা গিয়েছিল শ্রুতি- গৌরবকে। তার আগে শ্রুতিকে দেখা গিয়েছিল 'দেশের মাটি'-তে নোয়া চরিত্রে। অন্যদিকে গৌরব ছিলেন 'পিলু'-তে আহির চরিত্রে। 'দেশের মাটি' শেষ হওয়ার পর মাঝে অনেকটা সময় মেগা সিরিয়ালে দেখা যায়নি শ্রুতিকে। বিভিন্ন সাক্ষাৎকারে এই নিয়ে ক্ষোভও উগড়ে দিয়েছিলেন নায়িকা।  

আরও পড়ুন

প্রসঙ্গত, অন্যান্য চ্যানেলের মতো জি বাংলাতেও একের পর এক নতুন ধারাবাহিক আসছে। যার জেরে কোপ পড়ছে, পুরনো কয়েকটি মেগাতে। অল্প সময়ের মধ্যেই ধারাবাহিক শেষ হওয়ার ফলে, বিভিন্ন টেলি তারকাদের মুখে বারবার শোনা যাচ্ছে অনিশ্চয়তার কথা। যদিও ধারাবাহিক শেষ হওয়া প্রসঙ্গে এখনও কলাকুশলীদের কেউই মুখ খোলেননি।     
 

Advertisement

Advertisement