নতুন বছরের গোড়াতেই সুখবর পেলেন টেলি অভিনেত্রী জাগৃতি গোস্বামী। মা হলেন অভিনেত্রী। প্রথম কাদম্বিনী, ভানুমতির খেল, রানী রাসমনি, সর্বজয়া, আমার দুর্গার মতো একাধিক জনপ্রিয় সিরিয়ালে কাজ করেছেন জাগৃতি। শনিবার হাসপাতাল থেকে স্বামী ও সন্তানের ছবি শেয়ার করলেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে লিখলেন,'আমার জীবনের সেরা উপহার।'
সন্তানের মুখ প্রকাশ্যে আনেননি
কিছুদিন আগেই নিজের বেবিবাম্পের ছবি শেয়ার করে তিনি জানিয়েছিলেন যে মা হতে চলেছেন তিনি। মাতৃত্বের স্বাদ পেয়ে নিজেকে ধন্য মনে করছেন অভিনেত্রী। তবে একরত্তির মুখ প্রকাশ্যে আনেননি। মা হওয়ার খবর পাওয়ার পর তিনি অভিনয় থেকে বিরতি নিয়ে ছিলেন।
বেবিবাম্পের ছবি শেয়ার
দুদিন আগেই যখন তিনি তাঁর বেবিবাম্পের ছবি শেয়ার করেছিলেন, সেই সময় তাঁর পরনে ছিল কালো রঙের মারমেড গাউন। এই ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছিলেন, 'একজন বিশেষ মানুষের আগমন ঘটতে চলেছে, তাই আমাদের এই দিনটা সবচেয়ে সুন্দর হতে চলেছে।' আর এরপরই শনিবার সন্তানের ছবি সোজা হাসপাতাল থেকে শেয়ার করেন অভিনেত্রী।
২০১৯ সালে বিয়ে করেন জাগৃতি
দশ বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৯ সালে সফটওয্যার ইঞ্জিনিয়র অনিরুদ্ধর সঙ্গে সাত পাকে বাধা পড়েন জাগৃতি। সেই সময় তাঁর বিয়ের কিছু ভিডিও ও ছবি ভাইরাল হয়েছিল। বিয়ের তিন বছর পর মা হলেন অভিনেত্রী। মা ও সন্তানের ছবি শেয়ার হতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা দিতে শুরু করেন জাগৃতির অনুগামীরা। সোশ্যাল মিডিয়ায় ভালোই সক্রিয় থাকেন অভিনেত্রী। তাঁর ইনস্টাগ্রামে ফলোয়ার্সের সংখ্যা ৫০ হাজারের ওপর।
আরও পড়ুন: Roosha Chatterjee: বিয়ের পিঁড়িতে বসছেন পর্দার 'ঊষসী'- রুশা, অভিনয়ে ইতি টানবেন টেলি নায়িকা
ছেলে না মেয়ে জানা যায়নি
‘ভানুমতীর খেল’, ‘আমার দুর্গা’, ‘প্রথমা কাদম্বিনী’-সহ বেশ কয়েকটি জনপ্রিয় সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জাগৃতি। শেষ তাঁকে দেখা গিয়েছে ‘সর্বজয়া’ ধারাবাহিকে। অভিনয়ের পাশাপাশি অভিনেত্রী নাচেও পারদর্শী। তাঁর ইনস্টাগ্রামে রয়েছে একাধিক নাচের ভিডিও। তবে জাগৃতির সন্তান ছেলে না মেয়ে তা এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে, সন্তান সামলে খুব শীঘ্রই অভিনয়ে ফিরবেন জাগৃতি।